Petrol Price hike in Pakistan: পেট্রোল-ডিজেলের দাম এক ধাক্কায় বাড়ল ৩৫ টাকা, নাভিশ্বাস আম জনতার

সরকারের দাবি হল, পেট্রোল-ডিজেলের দাম বাড়লেও দেশে তেলের সরবারহে ঘাটতি নেই। সোস্যাল মিডিয়ায় জল্পনা ছিল পেট্রো-ডিজেলের দাম ৫০ টাকা বাড়ানো হবে। তা করা হয়নি। দেশ আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলেছে। তবে তা সরকারের হাতের বাইরে চলে যায়নি

Updated By: Jan 29, 2023, 05:27 PM IST
Petrol Price hike in Pakistan: পেট্রোল-ডিজেলের দাম এক ধাক্কায় বাড়ল ৩৫ টাকা, নাভিশ্বাস আম জনতার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। আমদানি তলানিতে। বিদ্যুত্ বাঁচানোর মরিয়া চেষ্টায় প্রবল বিপাকে সাধারণ মানুষ। এরকম এক পরিস্থিতিতে পেট্রোল ও ডিজেলের দাম লিটারে ৩৫ টাকা বাড়ানোর কথা ঘোষণা করল পাকিস্তান সরকার। পাম্পে এসে মাথায় হাত সাধারণ মানুষের।

আরও পড়ুন-আবাস যোজনার তালিকা থেকে বাদ নাম! চাঞ্চল্যকর দাবি পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়ের

পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাহাক দার জানিয়েছেন, রবিবার বেল ১১টা থেকে ওই বাড়তি দাম বলবত হবে। এমনটাই জানিয়েছে পাক দৈনিক দ্যা ডন। ইশহাক দার আরও জানিয়েছেন কেরোসিনের দামও লিটারে ১৮ টাকা বাড়ানো হয়েছে। 

নতুন করে পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় নতুন দাম কত হল? পাক অর্থমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন দাম বাড়ার পর লিটারপিছু পেট্রোলের দাম পড়বে ২৪৯.৮০ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম পড়বে প্রতি লিটারে ২৬২.৮০ টাকা। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের দাম লিটারে ৩৫ টাকা বাড়ানো হয়েছে। করোসিনেও বাড়ানো হয়েছে লিটারে ১৮ টাকা। কেরোসিনের নতুন দাম হবে ১৯৮.৮৩ টাকা লিটার।

উল্লেখ্য, একদিকে পাকিস্তান সরকারের বিদেশি মুদ্রার ভাঁড়ার যেমন কমে গিয়েছে তেমনি পাকিস্তানি রুপির দামও নেমে গিয়েছে। শুক্রবার ১ ডলারের দাম পাকিস্তানি মুদ্রায় ছিল ২৫৫ পাকিস্তানি রুপি। অর্থমন্ত্রী পাক সংবাদমাধ্যমে বলেন, পাকিস্তানি রুপির দাম কমে গিয়েছে। তার ফলেই পেট্রোল-ডিজেলের দাম ১১ শতাংশ বাড়াতে হল। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সম্মতি দিয়েছেন। 

এদিকে, পাকিস্তান সরকারের দাবি হল, পেট্রোল-ডিজেলের দাম বাড়লেও দেশে তেলের সরবারহে ঘাটতি নেই। সোস্যাল মিডিয়ায় জল্পনা ছিল পেট্রো-ডিজেলের দাম ৫০ টাকা বাড়ানো হবে। তা করা হয়নি। দেশ আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলেছে। তবে তা সরকারের হাতের বাইরে চলে যায়নি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.