Pakistan Passport: ল্যামিনেশন পেপারের অভাব; পাসপোর্টের অপেক্ষায় দেশবাসী

জানা গিয়েছে যে দেশে ল্যামিনেশন পেপারের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। যার ফলে দেশব্যাপী এই নথির অভাব দেখা দিয়েছে। একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার যাদের অধ্যয়ন, কাজ বা অবসরের জন্য দেশের বাইরে উড়ে যেতে হবে তারা এখন সবুজ রঙের বইটি পেতে কঠিন লড়াই করছে।

Updated By: Nov 10, 2023, 12:06 PM IST
Pakistan Passport: ল্যামিনেশন পেপারের অভাব; পাসপোর্টের অপেক্ষায় দেশবাসী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানি নাগরিক যারা নতুন পাস্পোর্ট বানাতে দিয়েছেন তাঁরা এক উদ্ভট সমস্যার সম্মুখীন হচ্ছে। জানা গিয়েছে এই সমস্যার কারণে নতুন পাসস্পোর্ট হাতে পাচ্ছেননা প্রায় কেউই।

জানা গিয়েছে যে দেশে ল্যামিনেশন পেপারের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। যার ফলে দেশব্যাপী এই নথির অভাব দেখা দিয়েছে। একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার যাদের অধ্যয়ন, কাজ বা অবসরের জন্য দেশের বাইরে উড়ে যেতে হবে তারা এখন সবুজ রঙের বইটি পেতে কঠিন লড়াই করছে।

পাকিস্তানের শিক্ষার্থীরা ইউকে বা ইতালিতে ডিগ্রি অর্জনের জন্য অনুমোদিত ভিসা নিয়েও বাড়িতে আটকে রয়েছে কারণ তাদের পাসপোর্ট এখনও হাতে আসেনি। অনেকেই ভয় পাচ্ছেন যে এই অপেক্ষার কারণে তাদেরকে এই সুযোগ হারাতে হতে পারে। তাদের স্বপ্ন ভেঙে জেতে পারে।

একজন ছাত্র জানিয়েছেন, ‘ইতালির জন্য আমার স্টুডেন্ট ভিসা সম্প্রতি অনুমোদিত হয়েছিল এবং আমাকে অক্টোবরে সেই দেশে থাকতে হত। তবে, পাসপোর্ট না থাকায় আমার যাওয়ার সুযোগ নষ্ট হয়েছিল’।

আরও পড়ুন:Pablo Picasso: পিকাসোর ঘড়ি-পরিহিতা 'প্রেমিকা' বিকোল দেড় হাজার কোটি টাকায়...

ফ্রান্স থেকে ল্যামিনেশন পেপার আমদানি করে পাকিস্তান। এর আগে পাকিস্তান ২০১৩ সালেও একই সমস্যার সম্মুখীন হয়েছিল। সেই সময়ে প্রিন্টারকে দেওয়ার জন্য অর্থ বাকি ছিল এবং ল্যামিনেশন পেপারের অভাব ছিল অভিবাসন ও পাসপোর্ট মহাপরিচালক (DGI&P) এর দফতরে। সেই কারণে মুদ্রণে একই রকম বিলম্বের সম্মুখীন হয়েছিল দেশ।

স্বরাষ্ট্র মন্ত্রকের মিডিয়ার মহাপরিচালক কাদির ইয়ার তিওয়ানা আশ্বস্ত করেছেন যে সরকার যত তাড়াতাড়ি সম্ভব সংকটের সমাধান করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘পরিস্থিতি শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে এবং পাসপোর্ট ইস্যু স্বাভাবিকভাবে চলবে’।

আরও পড়ুন: Israel-Palestine Conflict: ত্রাণ নিয়ে আরও ২০০ ট্রাক গাজায়! জ্বালানি-প্রবেশে নিষেধাজ্ঞাই...

অনেক বাসিন্দা ডিজিআইএন্ডপি থেকে বার্তা পাওয়ার অভিযোগ করেছেন যে তাদের পাসপোর্ট পিকআপের জন্য প্রস্তুত কিন্তু যখন তারা পাসপোর্ট অফিসে পৌঁছায় তখন তাদের ফিরিয়ে দেওয়া হয়। পেশোয়ারের বাসিন্দা মহম্মদ ইমরান বলেন, ‘সেপ্টেম্বর থেকে পাসপোর্ট অফিস বলে আসছে যে আপনার পাসপোর্ট আগামী সপ্তাহে আসবে কিন্তু একাধিক সপ্তাহ কেটে গিয়েছে এবং তারা একই জিনিসের পুনরাবৃত্তি করে চলেছে’।

আরও জানা গিয়েছে যে, পাকিস্তানের বিভিন্ন শহরগুলির পাসপোর্ট অফিসগুলিও কখন এই প্রক্রিয়াটি ফের আলু হবে সেই সম্পর্কে জানে না। পেশোয়ার পাসপোর্ট অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা বর্তমানে প্রতিদিন মাত্র ১২ থেকে ১৩টি পাসপোর্ট প্রসেস করতে পারছে। আগে এই সংখ্যা ছিল দিনে ৩,০০০ থেকে ৪,০০০ পাস্পোর্ট। কর্মকর্তারা মনে করছেন আরও অন্তত ২-৩ মাস সময় লাগবে এই সমস্যার সমাধান হতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.