অসুস্থ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

অসুস্থ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর কিডনিতে পাথর ধরা পড়েছে। দেখিয়েছেন ডাক্তার। তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। খাবারের বিষয়েও কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে। তাঁর পরিবার সূত্রে খবর, বর্তমানে অনেকটাই ভালো আছেন নওয়াজ শরিফ। তবে পেটে সামান্য ব্যাথা রয়েছে।

Updated By: Apr 2, 2017, 02:35 PM IST
অসুস্থ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

ওয়েব ডেস্ক : অসুস্থ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর কিডনিতে পাথর ধরা পড়েছে। দেখিয়েছেন ডাক্তার। তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। খাবারের বিষয়েও কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে। তাঁর পরিবার সূত্রে খবর, বর্তমানে অনেকটাই ভালো আছেন নওয়াজ শরিফ। তবে পেটে সামান্য ব্যাথা রয়েছে।

আরও পড়ুন- গিলগিট-বাল্টিস্তান ভারতের অবিচ্ছেদ্য অংশ, প্রস্তাব পাশ ব্রিটিশ পার্লামেন্টে

জানা গেছে, দিন কয়েক আগে পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে যান পাক প্রধানমন্ত্রী। পরীক্ষা করে জানা যায় তাঁর কিডনিতে পাথর রয়েছে। যদিও, এখনই অপারেশন সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না চিকিত্‍সকরা। তাঁরা জানিয়েছেন, খাবারে কিছু নিয়ম ও পর্যাপ্ত পরিমাণে জল খেলে হয়তো পাথর বেরিয়ে যাবে। যোদি একান্ত তাতে কাজ না হয় তাহলে অন্য ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত বছর তাঁর ওপেন হার্ট সার্জারি হয়েছে।

.