সূর্য দিয়ে সূর্য দর্শন

৯ মার্চ গোটা বিশ্ব দেখবে পূর্ণ সূর্যগ্রহণ। গোটা বিশ্ব বলাটা অবশ্য ভুল, গোটা পৃথিবী গ্রহণের অন্ধকারে ঢাকলেও সেই দৃশ্য দেখা যাবে না সব জায়গা থেকে।

Updated By: Mar 7, 2016, 01:27 PM IST
সূর্য দিয়ে সূর্য দর্শন

ওয়েব ডেস্ক: ৯ মার্চ গোটা বিশ্ব দেখবে পূর্ণ সূর্যগ্রহণ। গোটা বিশ্ব বলাটা অবশ্য ভুল, গোটা পৃথিবী গ্রহণের অন্ধকারে ঢাকলেও সেই দৃশ্য দেখা যাবে না সব জায়গা থেকে। কিন্তু তাই বলে কি আর তাহলে দেখা হবে না সূর্য গ্রহণ?

দৃশ্য হোক বা না হোক গোটা বিশ্বকে লাইভ সূর্য গ্রহণ দেখাবে প্যানাসোনিক। আর এই সূর্য দর্শন হবে সূর্য দিয়েই। সোলার এনার্জি ব্যবহার করে সূর্য গ্রহণের লাইভ স্ট্রিমিং করবে প্যানাসোনিক। ইন্দোনেশিয়ার দ্বীপ তেরান্টেতে রাখা হবে প্যানাসোনিকের একটি পাওয়ার সাপ্লাই কনটেনার। এই কনটেনারে সঞ্চয় করা হবে সোলার এনার্জি। এই এনার্জি দিয়েই দেখানো লাইভ দেখানো হবে ৪ মিনিটের পূর্ণ সূর্যগ্রহণ। 

.