ফের সন্ত্রাসের কবলে ফ্রান্স, মসজিদে গ্রেনেড হামলা, পুলিসকে লক্ষ্য করে গুলি

ফের জঙ্গি নিশানায় ফ্রান্স। আজ পশ্চিম প্যারিসের একটি মসজিদে পরপর চারটি গ্রেনেড বিস্ফোরণ হয়।

Updated By: Jan 8, 2015, 04:14 PM IST
ফের সন্ত্রাসের কবলে ফ্রান্স, মসজিদে গ্রেনেড হামলা, পুলিসকে লক্ষ্য করে গুলি

ওয়েব ডেস্ক: ফের জঙ্গি নিশানায় ফ্রান্স। আজ পশ্চিম প্যারিসের একটি মসজিদে পরপর চারটি গ্রেনেড বিস্ফোরণ হয়। সেইসঙ্গে দক্ষিণ প্যারিসে বুলেটপ্রুফ জ্যাকেট পরে এক বন্দুকবাজ পুলিসকর্মীদের ওপর হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে  এক  মহিলা পুলিসকর্মীর মৃত্যু হয়। জখম হন আর এক পুলিসকর্মী। এই ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিস।  

এদিনই ফ্রান্সের লিওঁ শহরে একটি রেস্তরাঁয় বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনও হতাহতের খবর অবশ্য পাওয়া যায়নি। এদিকে আজ গ্রেনেড হামলা হয়েছে প্যারিসের বেশ কয়েকটি মসজিদে। এর মধ্যে গত কাল প্যারিসে একটি সাপ্তাহিকের দফতরে জঙ্গি হামলায় বারোজনের মৃত্যু হয়।

এদিকে, প্যারিসে ফরাসি পত্রিকার দফতরে হামলাকারী তিন জনকে চিহ্নিত করল পুলিস। হামলাকারীদের একজন ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছে বলে পুলিস সূত্রে খবর।  ১৮ বছরের ওই যুবকের নাম হামিদ মুরাদ। হামলাকারীদের গাড়িটি সে চালাচ্ছিল বলে পুলিস জানতে পেরেছে।

.