বিশাল কুমিরের হাঁ-মুখে আটকে হাঙর!
নাইল ক্রোকোডাইলগুলি দারুণ শক্তিশালী হয়।
নিজস্ব প্রতিবেদন: একটি ছোট হাঙরকে মুখে চেপে ধরেছে বিশালাকায় এক কুমির। রোমহর্ষক এই দৃশ্য একজন দেখেছেন নিজের চোখে। শুধু তাই নয়, দৃশ্যটির ছবিও তুলেছেন তিনি। যা নিয়ে দারুণ চর্চা চলছে।
আরও পড়ুন: আপাতত ১০০ বছর Apophis-এর ধাক্কা থেকে কোনও ভয় নেই পৃথিবীর
দারুণ এই ছবিটি তুলেছেন এক Australian Research scientist and photographer, নাম তাঁর Mark Ziembicki। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে এক জায়গায় ছবি তুলতে গিয়ে তাঁর এই অভিজ্ঞতা। মার্ক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তিনি বেশ কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন। সেখান থেকেই তাঁর ক্যামেরার ছবিটি তোলেন। প্রায় ১০ মিনিট ধরে জলের মধ্যে হাঙর-কুমিরের সংঘর্ষ চলে। কিন্তু বিশালাকার কুমিরের সঙ্গে লড়ে এঁটে ওঠার কথা ছিল না হাঙরের। পারেওনি সেটি।
এই ধরনের crocodileগুলি ভয়ানক শক্তিশালী হয়। এদের Nile crocodile বলে। তাই প্রায় ৭০০ কিলোগ্রাম ওজনের কুমিরটির কবলে পড়ে shark-টি নিজেকে বাঁচাতে পারেনি।
আরও পড়ুন: তুমি এখানকার লোক নও--আচমকা Filipino বৃদ্ধাকে রাস্তায় ফেলে নির্মম মার