মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকোটায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, নিহত কমপক্ষে ৯

ডাকোটার এক সরকারি আধিকারিক জানিয়েছেন, বিমানে মোট ১২ জন যাত্রী ছিলেন

Updated By: Dec 1, 2019, 10:52 AM IST
মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকোটায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, নিহত কমপক্ষে ৯

নিজস্ব প্রতিবেদন:  বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ল বিমান। মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকোটায় ওই বিমান দুর্ঘটনায় নিহত হলেন ৯ জন। এদের মধ্যে ২ শিশুও রয়েছে। প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছেন আরও ৩ জন।

আরও পড়ুন-রবিবার স্বাস্থ্য পরীক্ষা, সকাল থেকে সারাদিন বন্ধ উল্টোডাঙ্গা উড়ালপুল

মার্কিন বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ঝড়ের পূর্বাভাস থাকা সত্বেও  সিঙ্গল ইঞ্জিনের ওই বিমানটি শনিবার আকাশে ওড়ে দুপুর সাড়ে বারোটা নাগাদ।  ডাকোটার চেম্বারলেন বিমানবন্দর থেকে ওড়ার পরই সেটি ভেঙে পড়ে। বিমানবন্দর থেকে এক কিলোমিটারের মধ্যেই বিমানের ধ্বংস্তূপ খুঁজে পাওয়া যায়।

আরও পড়ুন-ডিসেম্বরের শুরুতেও চলছে ফ্যান! জাঁকিয়ে শীত পড়বে কবে, জানাল আবহাওয়া দফতর

নিহতদের মধ্যে রয়েছেন বিমানের চালকও।  ডাকোটার এক সরকারি আধিকারিক জানিয়েছেন, বিমানে মোট ১২ জন যাত্রী ছিলেন।  যে তিনজন বেঁচে গিয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  দুপুরের পরই বিমানটি আকাশে ওড়ে।  গন্তব্য ছিল ইডাহো জলপ্রপাত।  সেটির অবতরণের কথা ছিল ইডাহো বিমানবন্দরে।

.