ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমান

১৮ জন যাত্রী নিয়ে পশ্চিম ইন্দোনেশিয়ার আকাশে নিখোঁজ হল একটি বিমান। আশঙ্কা, কোনও দুর্গম এলাকায় বিমানটি ভেঙে পড়েছে।

Updated By: Sep 29, 2011, 11:32 AM IST

ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমান
১৮ জন যাত্রী নিয়ে পশ্চিম ইন্দোনেশিয়ার আকাশে নিখোঁজ হল একটি বিমান। আশঙ্কা, কোনও দুর্গম এলাকায় বিমানটি ভেঙে পড়েছে। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রকের
মুখপাত্র বামবাং এরভান জানিয়েছেন, সিএএসএ সি-২১২ বিমানটি উত্তর সুমাত্রা থেকে আচের উদ্দেশ্য উড়ানের কিছুক্ষণ পর সংযোগ হারিয়ে ফেলে। সংযোগ হারানোর
আগে পাইলট বিপদ-সংকেত পাঠিয়েছিল। সে সময় বিমানটির অবস্থান ছিল উত্তর সুমাত্রার বাহরক এলাকায়। দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল রওনা হয়েছে।

.