ঝড়ের দাপটে বিধ্বস্ত ব্রিটেন, বিদ্যুৎহীন বিস্তৃত অঞ্চল, মৃত্যু এক ব্যক্তির

বন্যা বিধ্বস্ত ব্রিটেন এবার ঝড় আর ঝোড়ো হাওয়ার দাপটে নাজেহাল। প্রকৃতির হিংস্র খামখেয়ালিপনায় ১ লক্ষ ৫০ হাজার বাড়িতে বিদ্যুৎ নেই, বাতিল করতে হয়েছে ফুটবল ম্যাচ, মৃত্যু হয়েছে এক ব্যক্তির।

Updated By: Feb 13, 2014, 11:43 AM IST

বন্যা বিধ্বস্ত ব্রিটেন এবার ঝড় আর ঝোড়ো হাওয়ার দাপটে নাজেহাল। প্রকৃতির হিংস্র খামখেয়ালিপনায় ১ লক্ষ ৫০ হাজার বাড়িতে বিদ্যুৎ নেই, বাতিল করতে হয়েছে ফুটবল ম্যাচ, মৃত্যু হয়েছে এক ব্যক্তির।

ঘণ্টায় ১০০ মেইল বেগে ছুটে আসা এই ঝড়ের দাপটে ইংল্যান্ড ও ওয়েলসের বেশ কিছু অংশ বিধ্বস্ত। টেমসের জল গত ৬০ বছরের ইতিহাসে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। পশ্চিম লন্ডন ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

ঝড়ে পরে যাওয়া একটি গাছ সড়াতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মারা গেছেন এক ব্যক্তি। তীব্র হাওয়ার চোটে ছিঁড়ে গেছে বহু বিদ্যুতের তার। যার জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিস্তৃত অঞ্চল।

ট্রেনের তার ছিঁড়ে যাওয়ায় নাকাল হয়েছেন যাত্রীরাও।

.