প্রকৃতির সঙ্গে একাত্মীকরণ, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সনাতন ভারতীয় মন্ত্র Modi-র

কৃষি-নির্ভর দেশগুলি সমস্যায় পড়ছে বলেও মনে করিয়ে দেন মোদী।

Updated By: Nov 2, 2021, 12:14 AM IST
প্রকৃতির সঙ্গে একাত্মীকরণ, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সনাতন ভারতীয় মন্ত্র Modi-র

নিজস্ব প্রতিবেদন: জলবায়ু সমস্যার সমাধানে বিশ্বকে ভারতের সনাতন পথ দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্কটিশ শহর গ্লাসগোয় জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রীর বার্তা, জলবায়ু সঙ্কটের প্রশমন করা সম্ভব নয় বরং দরকার  প্রকৃতির সঙ্গে একাত্মীকরণ।

২ মিনিটের সংক্ষিপ্ত ভাষণে মোদী বলেন, প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি বিশ্ব জলবায়ু মঞ্চে আলোচিত হয়নি। জলবায়ু পরিবর্তনের ফলে অবিচারের শিকার হচ্ছে উন্নয়নশীল দেশগুলি। আমাদের নীতি ও প্রকল্পে প্রকৃতির সঙ্গে অভিযোজন দরকার।'' এক্ষেত্রে ভারত সরকারের নলে পানীয় জল সরবরাহ, স্বচ্ছ ভারত, গ্যাসে রান্নায় উৎসাহ দেওয়ার মতো প্রকল্পগুলির কথাও উল্লেখ করেছে মোদী। তাঁর কথায়,''এতে নাগরিকদের জীবনের মানোন্নয়ন হয়েছে।''         

কৃষি-নির্ভর দেশগুলি সমস্যায় পড়ছে বলেও মনে করিয়ে দেন মোদী। তাঁর কথায়,''ভারতের মতো উন্নয়নশীল দেশের কৃষি ক্ষেত্রের কাছে জলবায়ুর পরিবর্তন বড় চ্যালেঞ্জ। ফসল ফলানোর সময় বদল হচ্ছে। অকাল বৃষ্টি থেকে বন্যা, ঘূর্ণিঝড় নষ্ট করে দিচ্ছে ফসল।''  

আরও পড়ুন- 'প্রগতিশীল' সিপিএমের সভায় মহিলাদের জিন্স-শার্টে ফতোয়া! বর্ধমানে উঠল অভিযোগ

.