Kate Middleton: মারণরোগ ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ! ভিডিয়ো মেসেজ জানালেন...
Kate Middleton Cancer: মারণরোগে আক্রান্ত কিং চালর্সের পুত্রবধূ কেট মিডলটন। শুক্রবার কেট প্রকাশ করেছেন যে, তিনি ক্যানসারের জন্য কেমোথেরাপি নিচ্ছেন। ভিডিয়ো মেসেজের মাধ্যমে তিনি এই খবরটি জানান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েলসের প্রিন্সেস কেট মিডলটন। ফের ব্রিটিশ রাজপরিবারে দুঃসংবাদ। মারণরোগে আক্রান্ত কিং চালর্সের পুত্রবধু কেট মিডলটন। শুক্রবার কেট প্রকাশ করেছেন যে, তিনি ক্যানসারের জন্য কেমোথেরাপি নিচ্ছেন। ভিডিয়ো মেসেজের মাধ্যমে তিনি এই খবরটি জানান।
ভিডিয়ো মেসেজে তিনি বলেন, 'আমি এই সুযোগটা খুঁজচ্ছিলাম আপনাদের ধন্যবাদ বলার জন্য। সার্জারি থেকে সুস্থ হয়ে ওঠার সময় পরিস্থিতি বোঝার জন্য। আমাদের পুরো পরিবারের জন্য এটি একটি অবিশ্বাস্যভাবে কঠিন মাস ছিল। তবে আমার একটি দুর্দান্ত মেডিক্যাল টিম ছিল, যাঁরা আমার খুব যত্ন নিয়েছে। যার জন্য আমি খুব কৃতজ্ঞ।'
A message from Catherine, The Princess of Wales pic.twitter.com/5LQT1qGarK
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) March 22, 2024
কেট এ-ও জানিয়েছিলেন যে তাঁর পেটে অস্ত্রোপচারের সময় ক্যানসার হয়েছিল, কিন্তু তা তখন জানা যায়নি।
তিনি আরও বলেন, 'তবে, অপারেশনের পর পরীক্ষায় ক্যানসার পাওয়া গিয়েছে। আমার মেডিক্যাল টিম তাই পরামর্শ দিয়েছে যে আমার কেমোথেরাপি করানো উচিত। এবং এখন আমি সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছি।'
কেট বলেছেন, 'উইলিয়াম এবং আমি আমাদের পরিবারের কথা মাথায় রেখে এই প্রক্রিয়াকরণ ব্যক্তিগতভাবে করার চেষ্টা করছি।'
কেট ও উইলিয়ামের তিন সন্তান রয়েছে – প্রিন্স জর্জ, প্রিন্স লুইট ও প্রিন্সেস শার্লট। বছরের শুরুতেই লন্ডনের এক ক্লিনিকে ভর্তি হন ৪২ বছরের ক্যাথরিন ওরফে কেট। সেখানে তাঁর পেটে অস্ত্রোপচার করা হয়। সেই সময় তাঁর অবস্থা স্থিতিশীল বলেই খবর ছিল।
কেট তথা ক্যাথরিনের আরোগ্য কামনা করে বার্তা দেওয়া হয়েছে হোয়াইট হাউসের তরফে৷ প্রেস সচিব ক্যারেইন জন পিয়ের শুক্রবার সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা সকলে এই ভয়ংকর খবরটা শুনেছি৷ ডাচেজ অফ কেম্ব্রিজ এবং তাঁর পরিবারের সঙ্গে আমাদের শুভকামনা রয়েছে৷'
পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক জানিয়েছেন ব্রিটেনবাসীর ভালবাসা আছে প্রিন্সেসের পাশে৷ তাঁর বার্তায় সুনক বলেছেন, 'সারা দেশের হয়ে আমি তাঁর সম্পূর্ণ এবং দ্রুত আরোগ্য কামনা করছি৷ তাঁকে আবার সুস্থ ও সক্রিয় অবস্থায় দেখার অপেক্ষায় আছি৷'
গত মাসে ফেব্রয়ারিতে জানা গিয়েছে, ক্যানসারে আক্রান্ত ব্রিটেনের রাজা চার্লস। বাকিংহাম প্যালেস থেকে সরকারি যে বিবৃতি জারি হয়, তাতে লেখা হয় 'সম্প্রতি রাজার প্রস্টেট সমস্যার জন্য হসপিটালে গত মাসে তিন ধরে চিকিৎসাধীন ছিলেন। এরপর ফের তাঁর পুত্রবধু ক্যানসারে আক্রান্ত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)