পিছিয়ে ঋষি, ১০ ডাউনিং স্ট্রিটের পথে এগিয়ে লিজ ট্রাস

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরুর পড়ে অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে বিভিন্ন জ্বালানির দাম। এই এই দাম বৃদ্ধি ব্রিটেন কে ঠেলে দিয়েছে সবচেয়ে খারাপ ব্যয়-সংকটের মধ্যে। দেশে মুদ্রাস্ফীতি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

Updated By: Sep 2, 2022, 12:47 PM IST
পিছিয়ে ঋষি, ১০ ডাউনিং স্ট্রিটের পথে এগিয়ে লিজ ট্রাস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশব্যাপী প্রচার এবং তিনটি টেলিভিশন বিতর্কের পর, লিজ ট্রাস শুক্রবার কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটাভুটির শেষে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত বলে মনে করা হচ্ছে। প্রাক্তন চ্যান্সেলর অফ এক্সচেকার ঋষি সুনকের বিরুদ্ধে বিদেশ সচিবের এই টানা প্রচারের ফলাফল সোমবার ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী বরিস জনসন পরের দিন রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার আগেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। আনুমানিক ২০০,০০০ টোরি সদস্যদের পোস্টাল এবং অনলাইন ভোটিং শুরু হয় অগস্টের শুরুতে। জনসন তার পদত্যাগের কথা ঘোষণা করার এক মাস পরে শুরু হয় এই প্রক্রিয়া।

সদস্যদের ভোটে ট্রাস সুনকের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু বিজয়ী স্কটিশ হাইল্যান্ডে রানীর সঙ্গে দেখা করে ১০ ডাউনিং স্ট্রিটে ফিরে আসার পরে খুব তারাতারি বিভিন্ন সমস্যার সম্মুখিন হবেন বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরুর পড়ে অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে বিভিন্ন জ্বালানির দাম। এই এই দাম বৃদ্ধি ব্রিটেন কে ঠেলে দিয়েছে সবচেয়ে খারাপ ব্যয়-সংকটের মধ্যে। দেশে মুদ্রাস্ফীতি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

লক্ষ লক্ষ মানুষ জানিয়েছেন যে অক্টোবর থেকে বিল ৮০ শতাংশ বাড়বে। ট্রাস ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তারা দরিদ্রতমদের সুবিধার জন্য কিছুই করবে না বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন: ফের লকডাউনে আটক দুই কোটি মানুষ, করোনায় কাঁপছে চিন

কয়েক সপ্তাহ ধরে, টরি নেত্রী সরাসরি টাকা হস্তান্তরের বিভিন্ন দাবি বাতিল করেছেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের মতই আর কোনও কর না দেওয়ার কথা ঘোষণা করলেও তিনি শীঘ্রই এই দাবি ভেঙে দিয়েছেন।

বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পদত্যাগ করতে বাধ্য হন বরিস জনসন। একসময় ব্রিটেনে ব্রেক্সিটের মুখ ছিলেন জনসন। ব্রিটেনে আগামী নিরবাচন ২০২৫ সালে। ততদিন পর্যন্ত লিজ ট্রাস ব্রিটেন কেনেতৃত্ব দেবেন বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে জনসনের পদত্যাগের পর থেকে ক্রমাগত আক্রমণ করে চলেছে কনযারভেটিভ পার্টিকে। তাদের দাবি ‘জম্বি সরকার’ চলছে ব্রিটেনে এবং ১৯৭৯ সালে মার্গারেট থ্যাচারের জয়ের পর থেকে প্রথমবার এত বড় অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে ব্রিটেন।

বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা গিয়েছে যে ক্রমাগত আক্রমণের পড়ে এই মুহুর্তে ব্রিটেনের লেবার পার্টি প্রায় দ্বিগুন জন সমর্থন নিয়ে এগিয়ে রয়েছে কনজারভেটিভ পার্টির তুলনায়।  

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App 

.