Russia-Ukraine War: হঠাৎই কিয়েভের রাস্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী! সঙ্গে জেলেনস্কিও

জনসনের সঙ্গে বৈঠকের পরে সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়ার উপর পশ্চিমি বিশ্বের নিষেধাজ্ঞার মাত্রা বাড়াতে হবে।

Updated By: Apr 10, 2022, 07:29 PM IST
Russia-Ukraine War: হঠাৎই কিয়েভের রাস্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী! সঙ্গে জেলেনস্কিও

নিজস্ব প্রতিবেদন: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনের সমর্থনে রাশিয়ার উপর জোরালো চাপ অব্যাহত রাখবে ব্রিটেন। শনিবার আকস্মিক ইউক্রেন সফরে গিয়ে এ কথা বলেন তিনি। ইউক্রেন আবার ঘুরে দাঁড়াবে বলেও আশা প্রকাশ বরিসের। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা সম্পর্কে জনসনকে অবহিত করেন তিনি।

শনিবার কোনো পূর্বঘোষণা ছাড়াই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেখানে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেন তিনি। বৈঠকের পর দুই নেতা কিয়েভের রাস্তায় হেঁটে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরে এ নিয়ে বরিস বলেন, 'সহযোগীদের সঙ্গে একত্র হয়ে আমরা (রাশিয়ার উপর) অর্থনৈতিক চাপ  তৈরি করব।' বরিস আরও বলেন, 'আবারও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইউক্রেন ঘুরে দাঁড়াবে, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। ইউক্রেনের জনগণের সাহসিকতা ও নির্ভীকতার মধ্য দিয়েই সেটা সম্ভব হবে।'

কিয়েভে আবার দূতাবাস খুলেছে ইউরোপীয় ইউনিয়ন। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এ দূতাবাসকে অস্থায়ীভাবে পোল্যান্ডে সরিয়ে নেওয়া হয়েছিল।

জনসনের সঙ্গে বৈঠকের পরে সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়ার উপর পশ্চিমি বিশ্বের নিষেধাজ্ঞার মাত্রা বাড়াতে হবে। 

আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশের নারায়ণগঞ্জে দু'বছর পর মহাষ্টমী স্নানের পুণ্যোৎসব

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.