Russia-Ukraine War: আমাদের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে উল্টে পশ্চিমি অর্থনীতিই ভুগছে: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার উপর আরোপ করা পশ্চিমিদের একের পর এক নিষেধাজ্ঞা প্রকৃতপক্ষে ব্যর্থ হয়েছে।
![Russia-Ukraine War: আমাদের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে উল্টে পশ্চিমি অর্থনীতিই ভুগছে: পুতিন Russia-Ukraine War: আমাদের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে উল্টে পশ্চিমি অর্থনীতিই ভুগছে: পুতিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/04/19/372877-putinwarns.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার উপর আরোপ করা পশ্চিমিদের একের পর এক নিষেধাজ্ঞা প্রকৃতপক্ষে ব্যর্থ হয়েছে। ইউক্রেনে আগ্রাসন চালানোর 'অভিযোগে'ই রাশিয়ার উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে সেই সব নিষেধাজ্ঞার কারণে উল্টে পশ্চিমিদের অর্থনীতিরই অবনতি হয়েছে বলে দাবি রুশ প্রেসিডেন্ট পুতিনের।
সোমবার পুতিন বলেন, পশ্চিমিরা আশা করেছিল, আর্থিক-অর্থনৈতিক পরিস্থিতিতে বিপর্যয় সৃষ্টি হবে। বাজারে ভীতি ছড়িয়ে পড়বে। ব্যাঙ্কিং ব্যবস্থা ভেঙে পড়বে। দোকানগুলিতে পণ্যের আকাল দেখা দেবে। সেরকম কিছুই হয়নি। পুতিন আরও বলেন, আকস্মিক অর্থনৈতিক আঘাত আনার ওই কৌশল ব্যর্থ হয়েছে। এতে উল্টে পশ্চিমের অর্থনীতিরই ক্ষতি হয়েছে। এক ভিডিও কনফারেন্সেই এসব মন্তব্যে করেন পুতিন।
পুতিন বলেন, রাশিয়া নজিরবিহীন এই চাপ ঠেকিয়ে দিতে পেরেছে। রুশ মুদ্রা রুবল শক্তিশালী হয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৫৮ বিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্তের রেকর্ডও হয়েছে। অন্য দিকে, তাঁর মতে, এই নিষেধাজ্ঞায় উল্টো যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় বন্ধুরাই বরং বিপদে পড়েছে। এতে তাদের মুদ্রাস্ফীতি বেড়েছে এবং জীবনযাত্রার মানও নেমেছে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)