ভাসমান গ্রামে আপনাকে স্বাগত, এমন এক জায়গা যেখানে কেউ ডাঙায় পা দেয় না

জলের দুনিয়ায় আপনাকে স্বাগত। এ এক এমন জায়গা যেখানকার বাসিন্দারা কখনও ডাঙায় পা দেননি। গ্রামের নাম সান্তাদু, চিনের নিঙদে শহর থেকে ৩০ কিমি দূরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চিনের ফুজিয়ান প্রদেশের এই গ্রামটা জাপানি বোমার আঘাতে একেবারে তছনছ হয়ে গিয়েছিল। গোদের ওপর বিষ ফোঁড়ার মত জলের তোড়ে ভেসে গিয়েছিল গ্রাম। কিন্তু জীবন ভারী অদ্ভুত, সৃষ্টিও ভারী অবাক করা। ধ্বংসের মধ্যেও তৈরি হল আশ্চর্য এক গ্রাম।

Updated By: Mar 31, 2015, 04:11 PM IST
ভাসমান গ্রামে আপনাকে স্বাগত, এমন এক জায়গা যেখানে কেউ ডাঙায় পা দেয় না
ভাসমান গ্রামের সব ছবিগুলি নেওয়া হয়েছে এশিয়া নিউজ থেকে নেওয়া।

ওয়েব ডেস্ক: জলের দুনিয়ায় আপনাকে স্বাগত। এ এক এমন জায়গা যেখানকার বাসিন্দারা কখনও ডাঙায় পা দেননি। গ্রামের নাম সান্তাদু, চিনের নিঙদে শহর থেকে ৩০ কিমি দূরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চিনের ফুজিয়ান প্রদেশের এই গ্রামটা জাপানি বোমার আঘাতে একেবারে তছনছ হয়ে গিয়েছিল। গোদের ওপর বিষ ফোঁড়ার মত জলের তোড়ে ভেসে গিয়েছিল গ্রাম। কিন্তু জীবন ভারী অদ্ভুত, সৃষ্টিও ভারী অবাক করা। ধ্বংসের মধ্যেও তৈরি হল আশ্চর্য এক গ্রাম।

যা শুধু ভেসে থাকে জলের ওপর। বাঁশ, ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে  নতুন গ্রাম গড়লেন বাসিন্দারা। গ্রামে কাঠের তৈরি অনেক বাড়ি আছে, রেস্তোরাঁ আছে, একটা থানাও আছে। কিন্তু সবগুলোই শুধু ভেসে থাকে। কাঠের বাড়িগুলোর মধ্যে এমনভাবে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যে ভেসে থাকাটা সহজ হয়।

মাছ ধরাই গ্রামের বাসিন্দাদের মূল জীবিকা । প্রকৃতিও একেবারে ঢেলে দিয়েছে এই গ্রামকে। চিংড়ি, কুচো চিংড়ি, গলদা চিংড়ি থেকে শুরু করে নানা ধরনের মাছ আছে এই গ্রামের জলের তলায়। এখান থেকেই পাওয়া যায় চিনের সেরা 'সি ফুড'। মনের আনন্দে এখানকার বাসিন্দারা  দিনভর মাছ ধরে বেড়ান। আর রাতে ভাসমান গ্রামে চলে উত্‍সব। তখন দূর থেকে ভারী অদ্ভূত দেখায় এই গ্রামকে। মনে হয় যেন প্রতিকূলতাকে অন্ধকারে রেখে আলোয় ভেসে চলছে উত্‍সব। প্রকৃতির রোষানলে মানুষকে পড়তে হয় মাঝেমধ্যেই।  তবু  তার মোকাবিলা করেই বেঁচে থাকে মানুষ। যেমন বেঁচে আছে সান্তাদু গ্রাম। বেঁচে আছে ভেসে থেকেই। আর আছে বেঁচে থাকার পণ নিয়ে কিছু মানুষের চোয়ালচাপা লড়াই । 

.