আজ আন্তর্জাতিক স্যান্ডউইচ দিবস
আজ ৩ নভেম্বর। জানেন কি আজকের দিনটি কিসের জন্য পালিত হয়?
ওয়েব ডেস্ক: আজ ৩ নভেম্বর। জানেন কি আজকের দিনটি কিসের জন্য পালিত হয়?
আচ্ছা, আপনাকে ক্লু দিচ্ছ। এমন একটা জিনিস যা, গরিব-বড়লোক, সবার মুখেই কমবেশি ওঠে। এবং যা, দুমিনিটে বানানো না গেলেও, খুবই কম সময়ে বানানো যায়।
কি আন্দাজ করতে পারলেন? আচ্ছা, হেয়ালি না করে, বলেই দিই। স্যান্ডউইচ। হ্যাঁ, আজ ৩ নভেম্বর, বিশ্ব স্যান্ডউইচ দিবস। আধুনিক দিনে স্যান্ডউইচ খাওয়া চালু হয় মূলত ইউরোপে। সেটা ওই ১৮০০ সাল নাগাদ। যদিও তখন দুটো পাউরুটির মধ্যে কিছু পুর দিয়ে স্যান্ডউইচ খাওয়ার প্রচলন ছিল না। এক ধরনের বিশেষ রুটির মাঝে ভারী কিছু পুর দিয়ে খাওয়া হত স্যান্ডউইচ। এখন অবশ্য স্যান্ডউইচ মানে ভেতরে যাই হোক, দুপাশে স্লাইস পাউরুটিটা চাই-চাই।
তাহলে আজ আন্তর্জাতিক স্যান্ডউইচ দিবসে রাতে দুটো স্যান্ডউইচ খেয়েই শুয়েই পড়ুন। আর সেলিব্রেট করুন।