ইয়েমেনে সৌদির বোমারু বিমান হামলায় মৃত অন্তত ৩০

সৌদির নেতৃত্বাধীন বোমারু বিমান হানায় ইয়মেনের রাজধানী সানাতে প্রাণ হারালেন অন্তত ৩০জন। শনিবার গভীররাত থেকে শুরু হয় বোমারু বিমানের হামলা। চলে সারা রাত ধরেই।  

Updated By: Sep 19, 2015, 04:06 PM IST
 ইয়েমেনে সৌদির বোমারু বিমান হামলায় মৃত অন্তত ৩০

ওয়েব ডেস্ক: সৌদির নেতৃত্বাধীন বোমারু বিমান হানায় ইয়মেনের রাজধানী সানাতে প্রাণ হারালেন অন্তত ৩০জন। শনিবার গভীররাত থেকে শুরু হয় বোমারু বিমানের হামলা। চলে সারা রাত ধরেই।  

ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সানায় এই হামলায় ধ্বংস হয়েছে বেশ কিছু বাড়ি, দোকান, সাধারণ মানুষের সম্পত্তি। 

প্রাথমিক খবর অনুযায়ী মৃতদের মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। আহত বহু মানুষ। স্থানীয় হাসপাতালে নেই পর্যাপ্ত ব্যবস্থা। ফলে আরও বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ২৬ মার্চ যুদ্ধ ঘোষণার পর থেকেই শনিবারই এখনও পর্যন্ত ভয়াবহতম বিমান হামলাটি হয়েছে। 

ইয়েমেনের হাউথি নিয়ন্ত্রিত স্বাস্থ্যমন্ত্রী আন্তর্জাতিক কম্যুনিটি ও রিলিফ অর্গানাইজেশগুলির কাছে হাসপাতালগুলির জন্য পরিকাঠামো উন্নয়নে সাহায্যের আবেদন করেছেন। 

.