ইরাকে ধারাবাহিক বিস্ফোরণ, নিহত শতাধিক
সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়াবহ জঙ্গিহানায় ক্ষতবিক্ষত হল ইরাক। সোমবার দিনভর দেশের বিভিন্ন জায়গায় হামলা চালায় সন্ত্রাসবাদীরা। ১৮টি শহরে নাশকতার ২৭টি ঘটনায় মৃত্যু হয়েছে ১০৭ জনের। শতাধিক মানুষের মৃত্যুর পাশাপাশি ২০০-র`ও বেশি মানুষ আহত হয়েছেন।
সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়াবহ জঙ্গিহানায় ক্ষতবিক্ষত হল ইরাক। সোমবার দিনভর দেশের বিভিন্ন জায়গায় হামলা চালায় সন্ত্রাসবাদীরা। ১৮টি শহরে নাশকতার ২৭টি ঘটনায় মৃত্যু হয়েছে ১০৭ জনের। শতাধিক মানুষের মৃত্যুর পাশাপাশি ২০০-র`ও বেশি মানুষ আহত হয়েছেন।
কোথাও রাস্তার ধারে রাখা হয়েছিল প্রাণঘাতী আইইডি, কোথাও ব্যস্ত বাজারের মধ্যে গাড়ি বোমা বিস্ফোরণে মারা গিয়েছেন বহু মানুষ। একাধিক আত্মঘাতী হামলারও ঘটনা ঘটেছে। দিনকতক আগেই ইরাকজুড়ে আক্রমণ তীব্র করার কথা ঘোষণা করেছিল আল কায়দা। তারপরেই এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই অভিযোগের আঙুল উঠেছে আল কায়দার দিকে। তাজি ও সাদার শহরে আক্রমণের তীব্রতা ছিল সবচেয়ে বেশি। তাজি শহরে নাশকতার বিভিন্ন ঘটনায় ৪০-এরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। সাদার শহরে মারা গিয়েছেন ২২ জন। রাজধানী বাগদাদেও নাশকতার বিভিন্ন ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। মার্কিন সেনা ইরাক থেকে প্রত্যাবর্তন শুরুর পর জঙ্গি নাশকতার দিক দিয়ে সোমবারই ইরাকের সবচেয়ে কালো দিন ছিল বলে জানিয়েছেন পশ্চিমী বিশেষজ্ঞরা।