হুসেন হাক্কানির স্থলাভিষিক্ত হলেন শেরি রহমান

শেষ পর্যন্ত পদত্যাগী হুসেন হাক্কানির স্থানে শেরি রহমানকে আমেরিকার নয়া পাক রাষ্ট্রদূত নিযুক্ত করলেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। নিহত পিপিপি সভানেত্রী বেনজির ভুট্টোর ঘনিষ্ঠতম সহযোগী হিসেবেই পাকিস্তানের রাজনৈতিক মহলে পরিচিতি শেরি রহমানের।

Updated By: Nov 23, 2011, 07:47 PM IST

শেষ পর্যন্ত পদত্যাগী হুসেন হাক্কানির স্থানে শেরি রহমানকে আমেরিকার নয়া পাক রাষ্ট্রদূত নিযুক্ত করলেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। নিহত পিপিপি সভানেত্রী বেনজির ভুট্টোর ঘনিষ্ঠতম সহযোগী হিসেবেই পাকিস্তানের রাজনৈতিক মহলে পরিচিত শেরি রহমান। বেনজিরের স্বামী তথা বর্তমান পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গেও তাঁর যথেষ্টই সখ্য রয়েছে।
সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী গিলানির সঙ্গে বিবাদের জেরে ২০০৯ সালে মন্ত্রীপদে ইস্তফা দিয়েছিলেন শেরি। সে কারণেই তাঁর হাক্কানির স্থলাভিষিক্ত হওয়াটাকে বড় চমক বলে মনে করছে পাক রাজনৈতিক মহল।
কয়েক দিন আগে মনসুর ইজাজ এক পাক বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি দাবি করেন, মে মাসে হাক্কানির নির্দেশে তিনি একটি স্মারকলিপি বানিয়ে মার্কিন সেনাপ্রধান মাইক ম্যুলেনকে দিয়েছিলেন। সেই স্মারকলিপিতে পাক সেনাবাহিনীর বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের কথা বলা হয়েছিল। ইজাজের দাবি, হাক্কানি তাঁকে বলেছিলেন যে প্রেসিডেন্ট জারদারির নির্দেশেই মাইক ম্যুলেনের কাছে এই অভিযোগপত্র পাঠানো হচ্ছে।
এর পরই মঙ্গলবার হুসেন হাক্কানিকে ইসলামাবাদে তলব করে ইস্তফার নির্দেশ দেওয়া হয়। সরকারের নির্দেশে পদত্যাগ করলেও হাক্কানি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর অভিযোগ, পরিকল্পিত ভাবে পাকিস্তানের গণতান্ত্রিক সরকারের স্থায়িত্ব নষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে।

.