নেপালে ফের ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গ ও সিকিম
ফের ভূমিকম্প উত্তরবঙ্গ ও সিকিমে। আজ বিকেল ৫ টা ৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে শিলিগুড়িসহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা। কম্পন অনুভূত হয় সিকিমেও। সিকিমের আবহাওয়া দফতরের প্রধান জানিয়েছেন, কম্পন স্থায়ী হয়েছিল ১০ সেকেন্ডের সামান্য কিছু বেশি সময়। নেপালের রামেছাপ এলাকার ২৪ কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উত্স। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন শিলিগুড়ির বাসিন্দারা। বাড়িঘর ছেড়ে আতঙ্কে রাস্তায় নেমে আসেন তাঁরা। বেশ কিছু বাড়িতে ফাটলও দেখা দিয়েছেন। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
ওয়েব ডেস্ক: ফের ভূমিকম্প উত্তরবঙ্গ ও সিকিমে। আজ বিকেল ৫ টা ৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে শিলিগুড়িসহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা। কম্পন অনুভূত হয় সিকিমেও। সিকিমের আবহাওয়া দফতরের প্রধান জানিয়েছেন, কম্পন স্থায়ী হয়েছিল ১০ সেকেন্ডের সামান্য কিছু বেশি সময়। নেপালের রামেছাপ এলাকার ২৪ কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উত্স। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন শিলিগুড়ির বাসিন্দারা। বাড়িঘর ছেড়ে আতঙ্কে রাস্তায় নেমে আসেন তাঁরা। বেশ কিছু বাড়িতে ফাটলও দেখা দিয়েছেন। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।