বোস্টন বোমা হামলার রায়: জোখার সারনেভের মৃত্যুদণ্ড

বোস্টন বোমা হামলার মূল চক্রী জোখার সারনেভের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ২০১৩ বোস্টন ম্যারাথনে বোমা হামলায় প্রাণ হারিয়েছিলেন ৩ জন, আহত হয়েছিলেন ২৬০ জন। ওই বোমা হামলায় অভিযুক্ত ২১ বছরের জোখার সারনেভের সাজা ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালত। প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাকে।

Updated By: May 16, 2015, 05:36 PM IST
বোস্টন বোমা হামলার রায়: জোখার সারনেভের মৃত্যুদণ্ড

বোস্টন: বোস্টন বোমা হামলার মূল চক্রী জোখার সারনেভের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ২০১৩ বোস্টন ম্যারাথনে বোমা হামলায় প্রাণ হারিয়েছিলেন ৩ জন, আহত হয়েছিলেন ২৬০ জন। ওই বোমা হামলায় অভিযুক্ত ২১ বছরের জোখার সারনেভের সাজা ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালত। প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাকে।

ওই বোমা হামলার শিকার হয়েছিলেন যারা, সাজা ঘোষণার পর কিছুটা হতচকিত হয়েছেন তাঁরাও। কিন্তু কোনরকম প্রতিক্রিয়া করেননি সারনেভ।

"এখন ও আমাদের থেকে অনেক দূরে চলে যাবে। আমরা এবার স্বাভাবিক জীবনে ফিরতে পারব" সাজা ঘোষণার পর মন্তব্য বিচারপতির। ওই দিন বোমা হামলার শিকার হয়েছিলেন, সিডনি করকোরান নামের একব্যাক্তি। বোমা হামলায় দুটি পা'ই খোয়া যায় তাঁর। সারনেভের মৃত্যুদণ্ডের সাজা শোনার পর তাঁর বক্তব্য, "চোখের বদলে চোখ", এটাই প্রকৃত সাজা।

প্রায় ১৪ ঘণ্টার টানা আলোচনার পর সারনেভের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছেন ওই মামলার বিচারের দায়িত্বপ্রাপ্ত জুরি। সাজা ঘোষণার পর জুরির পক্ষ থেকে বলা হয়, "সারনেভ যে অপরাধ করেছেন, নিজের জীবন দিয়েই সেই অপরাধের সাজা ভোগ করতে হবে তাকে।"

.