সাপে কামাড়ানো গরুর মাংস খেয়ে অসুস্থ ৬০

সংবাদমাধ্যম সূত্রে খবর, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে অধিকাংশ শিশু এবং বয়স্করা রয়েছে। তাদেরকে নেলসন ম্যান্ডেলা অ্যাকাডেমিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Updated By: Feb 2, 2018, 09:23 PM IST
সাপে কামাড়ানো গরুর মাংস খেয়ে অসুস্থ ৬০
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: গোমাংস খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৬০ জন। এরমধ্যে ১৬ জন শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপের ওমপোজা গ্রামে।  সংবাদমাধ্যম সূত্রে খবর,  যে গরুটির মাংস স্থানীয় বাসিন্দারা খেয়েছেন, সেটিকে সাপে কামড়েছে বলে মনে করা হচ্ছে। ওই মাংস খাবার পরেই সবাই অসুস্থ হয়ে পড়েন। ডায়েরিয়া, বমি, মাথা যন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার ভর্তি হতে হয় এমথাথা রিজিওনাল হাসাপাতালে।

আরও পড়ুন- ব্যস্ত শহরে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বিশালাকার বোমা

সংবাদমাধ্যম সূত্রে খবর, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে অধিকাংশ শিশু এবং বয়স্করা রয়েছে। তাদেরকে নেলসন ম্যান্ডেলা অ্যাকাডেমিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, গোমাংস খেয়ে প্রায় মহামারির আকার নিয়েছে। লিবোদের সেন্ট বারনাবাস হাসপাতালকে বিকল্প হিসাবে রাখা হয়েছে। পাশাপাশি কর্তৃপক্ষের তরফে মৃত পশুর মাংস না খাওয়ার জন্য বারণ করা হচ্ছে।

আরও পড়ুন- দুটি সেনা হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫

স্থানীয় বাসিন্দাদের মতে, ওই গরুটিকে কোবরা জাতীয় সাপে কামড়ানোর ফলে ভয়াবহ আকার ধারণ করে।

আরও পড়ুন- ভিডিও গেম খেলে প্যারালাইজড চিনা তরুণ

.