দক্ষিণ কোরিয়ায় কয়েক সেকেন্ডের জন্য ৬টি সূর্য একসঙ্গে
কোরিয়ার সংস্থাটি সূর্যের কেন্দ্রের তাপমাত্রার চেয়েও বেশি তাপমাত্রা ধরে রাখল ২০ সেকেন্ড।
নিজস্ব প্রতিবেদন: সূর্যের তাপমাত্রার চেয়ে ছ'গুণ বেশি তাপমাত্রা! না, নিশ্চয়ই খাঁটি অর্থে সূর্য নয়। সূর্যের মতো তাপমাত্রা ছড়িয়ে রেকর্ড করল দক্ষিণ কোরিয়ার Korea Superconducting Tokamak Advanced Research (KSTAR)। এক হিসেবে এটি কৃত্রিম সূর্য।
সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ কোরিয়ায় একটি পারমাণবিক চুল্লি সূর্যের চেয়ে ছ'গুণ বেশি তাপমাত্রায় পৌঁছতে পারল। সেই কারণেই চুল্লিটিকে বলা হল দক্ষিণ কোরিয়ার 'কৃত্রিম সূর্য'। চুল্লিটি এবার নতুন রেকর্ড গড়ল। এটি ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছল এবং তা ২০ সেকেন্ডের বেশি সময় ধরে রাখতে পারল। এর আগে বিশ্বের আর কোনও চুল্লি এই মাত্রার তাপমাত্রা এত লম্বা সময় ধরে রাখতে পারেনি।
প্রসঙ্গত, মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, সূর্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বিভিন্ন রকম। এর কেন্দ্রের তাপমাত্রা প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্যপৃষ্ঠের তাপমাত্রা ৫ হাজার ৬০০ ডিগ্রি সেলসিয়াসের মতো।
Also Read: জনাকুড়ি যাত্রী নিয়ে হারিয়ে গেল ফ্লোরিডাগামী নৌকা