মাত্র ৭২ টাকায় বিক্রির পথে 'ব্যাঙ্কো পপুলার'

মাত্র ৭২ টাকায় বিক্রি হতে চলেছে বিখ্যাত ব্যাঙ্ক 'ব্যাঙ্কো পপুলার'। ৭২ টাকা অর্থাত্ এক ইউরো দামে 'ব্যাঙ্কো পপুলার'কে কিনতে চলেছে তার দীর্ঘদিনের প্রতিযোগী 'সানটানডার'। সম্প্রতি 'ডুবতে চলা' ব্যাঙ্ক হিসাবে ব্যাঙ্কোকে চিহ্নিত করেছে ইউরোপীয় ইউনিয়ন।

Updated By: Jun 7, 2017, 09:43 PM IST
মাত্র ৭২ টাকায় বিক্রির পথে 'ব্যাঙ্কো পপুলার'

ওয়েব ডেস্ক: মাত্র ৭২ টাকায় বিক্রি হতে চলেছে বিখ্যাত ব্যাঙ্ক 'ব্যাঙ্কো পপুলার'। ৭২ টাকা অর্থাত্ এক ইউরো দামে 'ব্যাঙ্কো পপুলার'কে কিনতে চলেছে তার দীর্ঘদিনের প্রতিযোগী 'সানটানডার'। সম্প্রতি 'ডুবতে চলা' ব্যাঙ্ক হিসাবে ব্যাঙ্কোকে চিহ্নিত করেছে ইউরোপীয় ইউনিয়ন।

প্রসঙ্গত, গত সপ্তাহেই 'ব্যাঙ্কো পপুলারে'র শেয়ার দর কমেছিল ৫০ শতাংশ'। রিয়েল এস্টেট খাতে লক্ষ লক্ষ ইউরোর 'বাজে ঋণ'-এর জন্যই ব্যাঙ্কটির এই অবস্থা, এমনই মত বিশেষজ্ঞদের। অন্যদিকে, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে কোনও একটি ব্যাঙ্ককে 'ডুবোন্ত' ঘোষণার পর স্পেনের বৃহত্তম ব্যাঙ্ক 'সানটানডার'-এর মাধ্যমে 'ব্যাঙ্কো পপুলারে'র এই অধিগ্রহণ আক্ষরিক অর্থেই ঐতিহাসিক। (আরও পড়ুন- দেশে না ফিরলেও দেশের জন্য গ্যালারিতে থাকবেন মালিয়া)

.