ছড়িয়ে পড়ছে `অকিউপাই ওয়ালস্ট্রিট`
চতুর্থ সপ্তাহে পড়ল `অকিউপাই ওয়াল স্ট্রিট` আন্দোলন। সম্পূর্ণ অসংগঠিত এবং স্বতঃস্ফূর্ত এই গণ-অভ্যুত্থান এখনো পর্যন্ত একেবারেই শান্তিপূর্ণ। এবং প্রায় রোজই ছড়িয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। নিউ ইয়র্ক ছেড়ে আন্দোলন দানা বাঁধছে ফিলাডেলফিয়া, শিকাগো, সিনসিনাটি, ইন্ডিয়ানাপোলিসের মতো বহু শহরে। রাস্তায় নেমে আসছেন খেতে না পাওয়া, গৃহহীন, দেনায় ডুবে যাওয়া অসংখ্য বেকার।
Updated By: Oct 9, 2011, 08:02 PM IST