৪০ জন ভারতীয় মত্সজীবীকে ছাড়ার অনুমতি দিল শ্রীলঙ্কা

৪০ জন ভারতীয় মত্সজীবীকে ছেড়ে দেওয়ার অনুমতি দিল শ্রীলঙ্কার আদালত। শ্রীলঙ্কার জল সীমানা অতিক্রম করার দায়ে দুই মাস আটক করে রেখেছিল শ্রীলঙ্কান নৌবাহি্নী।

Updated By: Aug 10, 2015, 07:02 PM IST

ওয়েব ডেস্ক: ৪০ জন ভারতীয় মত্সজীবীকে ছেড়ে দেওয়ার অনুমতি দিল শ্রীলঙ্কার আদালত। শ্রীলঙ্কার জল সীমানা অতিক্রম করার দায়ে দুই মাস আটক করে রেখেছিল শ্রীলঙ্কান নৌবাহি্নী।

২১ জুন তামিলনাড়ুর রামেশ্বরম থেকে ১৪ জন মত্সজীবী, নাগাপট্টিনম ও কারাইকল থেকে ২৬ জন মত্সজীবীদের গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। মত্সজীবীদের আদলতে তোলার আগে জেলে রাখা হয় বলে অভিযোগ ওঠে।

তামিলনাড়ুর বোট ফিসারম্যান অ্যাসোসিয়েশনের জেলা সচিব বি জেসুরাজা জানান, মত্সজীবীদের ছেড়ে দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন। তবে তাদের নৌকা ফিরেয়ে দেওয়া হচ্ছে না। তাদের নৌকা না ফিরে পেলে এইসব মত্সজীবীদের জীবন নির্বাহ আরও কঠিন হয়ে পড়বে বলে জানান তিনি। মঙ্গলবারই তারা ভারতে পৌঁছাবে বলে জানান জেসুরাজা।

.