ফের উত্তাল হতে চলেছে বাংলাদেশ, কাল রবিবার থেকে ৭২ ঘণ্টা দেশজোড়া ধর্মঘট

শেখ হাসিনা আর খালেদা জিয়া। দুই নেত্রীর মতবিরোধের জেরে আবারও উত্তাল হতে চলেছে বাংলাদেশ। আগামী রবিবার থেকে ফের ৭২ ঘণ্টা দেশজোড়া ধর্মঘটের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট। গত দুবারের মত এবারও ধর্মঘটকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হিংসার অশনিসঙ্কেত দেখছে সেদেশের রাজনৈতিক মহল। বিরোধীদের আন্দোলনের জেরে ফের উত্তপ্ত হতে চলেছে বাংলাদেশ।

Updated By: Nov 9, 2013, 10:31 AM IST

শেখ হাসিনা আর খালেদা জিয়া। দুই নেত্রীর মতবিরোধের জেরে আবারও উত্তাল হতে চলেছে বাংলাদেশ। আগামী রবিবার থেকে ফের ৭২ ঘণ্টা দেশজোড়া ধর্মঘটের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট। গত দুবারের মত এবারও ধর্মঘটকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হিংসার অশনিসঙ্কেত দেখছে সেদেশের রাজনৈতিক মহল। বিরোধীদের আন্দোলনের জেরে ফের উত্তপ্ত হতে চলেছে বাংলাদেশ।
নির্দলীয় সরকারের তত্ত্বাবধানে নির্বাচনের দাবিতে আবারও দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন আঠেরো দলের বিরোধী জোট। আগামী রবিবার ভোর ছটা থেকে শুরু হয়ে বাহাত্তর ঘণ্টার এই ধর্মঘট চলবে বুধবার ভোর ছটা পর্যন্ত। শুক্রবার জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম।
এর আগে গত ২৭ থেকে ২৯ অক্টোবর এবং ৪- ৬ নভেম্বর দুদফায় ধর্মঘটের ডাক দিয়েছিল খালেদা জিয়ার বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট। সেসময় ব্যাপক হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ। বোমাবাজি, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ছাড়াও হিংসায় প্রাণ হারিয়েছিলেন ২০ জন। ইতিমধ্যেই সমস্যার সমাধানে বিরোধীদের সর্বদলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
কিন্তু শেখ হাসিনার দেওয়া সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। দুই নেত্রীর এই মতাদর্শগত বিরোধ বাংলাদেশকে ক্রমাগত রক্তক্ষয়ী হিংসার দিকেই ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সেদেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিএনপির অবিলম্বে মৌলবাদী জামাত-এ-ইসলামির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
এদিকে শুক্রবারও ইসলামি সংগঠনগুলির কর্মী-সমর্থকরা নির্দলীয় সরকারের তত্ত্বাবধানে নির্বাচনের দাবিতে ঢাকায় মিছিল করে। এই অবস্থায় আগামী রবিবার থেকে ডাকা বিরোধী জোটের ধর্মঘটে আবারও উত্তপ্ত হয়ে উঠবে বাংলাদেশ, এমনই আশঙ্কায় দিন গুনছেন সেদেশের সাধারণ মানুষ।

.