ব্যয় সঙ্কোচে কোপ শিক্ষায়, ইতালিতে উত্তাল ছাত্রছাত্রীরা
ব্যয় সঙ্কোচন নীতির অঙ্গ হিসাবে শিক্ষাক্ষেত্রে অনুদানের মাত্রা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। শুধু তা-ই নয়, বিশ্ববিদ্যালয়গুলির পরিচালন ব্যবস্থায় বেসরকারি পুঁজিকেও স্বাগত জানিয়েছে রোম।
ব্যয় সঙ্কোচন নীতির অঙ্গ হিসাবে শিক্ষাক্ষেত্রে অনুদানের মাত্রা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি।
শুধু তা-ই নয়, বিশ্ববিদ্যালয়গুলির পরিচালন ব্যবস্থায় বেসরকারি পুঁজিকেও স্বাগত জানিয়েছে রোম।
কমিয়ে দেওয়া হয়েছে রেক্টরের পদের মেয়াদ।
গবেষণার জন্য আগে যত সময় পেতেন গবেষকরা, এখন সেই সময় বেঁধে দেওয়া হয়েছে।
প্রবেশিকা পরীক্ষার মান আগের চেয়ে কঠোর হয়েছে। কমিয়ে দেওয়া হয়েছে বিষয় এবং শিক্ষকের সংখ্যা।
সরকারের দাবি, এই ধরনের সংস্কার প্রক্রিয়ার জেরে শিক্ষাব্যবস্থার মান আরো উন্নত হবে।
মেধানির্ভর হবে শিক্ষার মান। বিলের সমর্থকদের দাবি, ছাত্রে ঠাসা ইতালির বিশ্ববিদ্যালয়গুলি থেকে অধিকাংশই সমাজ বিজ্ঞানের স্নাতক তৈরি হয়।
তাদের কাজের সুযোগ কম। কিন্তু তুলনামূলক ভাবে ততো পরিমাণে ইঞ্জিনিয়ার বা ইংরেজি বলতে পারা ছাত্র-ছাত্রী তৈরি হয় না।
তাই শিক্ষা ব্যবস্থায় এই ধরনের সংস্কারের পক্ষপাতী তাঁরা। এমনকী, বিষয় পরিবর্তন বা কমিয়ে ফেলার পক্ষেও সওয়াল করছেন তাঁরা।
সরকারের এই নীতির প্রতিবাদে উত্তাল ইতালির ছাত্রসমাজ। শুক্রবার দেশের বিভিন্নপ্রান্তে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তাঁরা।
বিশ্ববিদ্যালয়গুলির পাশপাশি এ দিন বন্ধ ছিল স্কুলগুলিও।
তাঁদের প্রশ্ন, সরকারি ঋণের বোঝার মাশুল তাঁরা কেন দিতে যাবেন।
তা ছাড়া এই ধরনের নীতির ফলে দেশের শিক্ষাব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়বে।
শুধু অনুদান কমিয়ে কিছু হবে না। গোটা ব্যবস্থা আখেরে একই রকম থাকবে। উল্লেখ্য, এই মুহূর্তে সরকারি ভাবে ইতালিতে বেকারির হার পঁচিশ শতাংশ।