কান্দাহারে থানায় আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১

ফের পুলিস স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটল আফগানিস্তানে। সোমবার দক্ষিণ কান্দাহারে পুলিস স্টেশনে এই বিস্ফোরণে কমপক্ষে ১ জন পুলিসকর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া ২ জন পুলিসকর্মী ও ২ জন সাধারণ নাগরিক-সহ আহতের সংখ্যা ৪।

Updated By: Feb 20, 2012, 03:13 PM IST

ফের পুলিস স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটল আফগানিস্তানে। সোমবার দক্ষিণ কান্দাহারে পুলিস স্টেশনে এই বিস্ফোরণে কমপক্ষে ১ জন পুলিসকর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া ২ জন পুলিসকর্মী ও ২ জন সাধারণ নাগরিক-সহ আহতের সংখ্যা ৪।
প্রাদেশিক পুলিসকর্তা জেনারেল আবদুল রাজিক জানিয়েছেন, আততায়ী একটি গাড়িতে বম্ব রেখেছিল। ঘটনার তদন্ত করা হচ্ছে। এদিনের বিস্ফোরণের দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার না করলেও, সন্দেহের তির তালিবানদের দিকেই। কারণ তালিবানদের জন্মভূমি কান্দাহার। এবং এর আগে আফগানিস্তানে বহু আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে তালিবানরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণটি যথেষ্ট শক্তিশালী ছিল। বিস্ফোরণে একটা গোটা এলাকার বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত, গত মাসেই কান্দাহারে একটি পুলিস স্টেশনে বিস্ফোরণে মারা যান ২ জন পুলিসকর্মী।

.