Afghan Crisis: পঞ্জশিরের সরকারি অফিস উড়তে দেখা গেলো তালিবান পতাকা

তালিবানের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে NRF

Updated By: Sep 6, 2021, 02:31 PM IST
Afghan Crisis: পঞ্জশিরের সরকারি অফিস উড়তে দেখা গেলো তালিবান পতাকা

নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানের শেষ অঞ্চল যা এতদিন ছিল তালিবান দখলমুক্ত সেই পঞ্জশির আজ মাথা নত করল তালিবানের সামনে, এমনটাই জানা গেছে তালিবান সূত্রে।

সোশ্যাল মিডিয়ার ছবিতে দেখা গেছে তালিবানরা Panjshir provincial governor-এর কম্পাউন্ডের গেটে দাঁড়িয়ে রয়েছে। NRF দাবি করেছে তারা উপত্যকার বিভিন্ন strategic position-এ রয়েছে। যদিও সোমবার তারা তালিবানের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে যদি তালিবানরা পঞ্জশির এবং আন্দারাব থেকে সরে যায়। প্রাক্তন Vice President আমরুল্লাহ সালেহ, হাজারো আফগান বাস্তুচ্যুত হওয়ার ফলে মানবিক সংকটের সৃষ্টি হওয়ার আশঙ্কা করেছেন।          

আরও পড়ুন: Afghanistan: পঞ্জশিরে হামলা বন্ধ হলে আলোচনায় বসতে রাজি, তালিবানকে শর্ত আহমেদ মাসুদের

অন্যদিকে একটি আলাদা টুইটের মাধ্যমে NRF তাদের মুখপাত্র ফাহিম দাস্তি এবং জেনারেল আব্দুল জারার মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.