Bangladesh-এ প্রথম রূপান্তরকামী সংবাদপাঠিকা তাসনুভা আনন শিশির

৮ মার্চ থেকে তানসুভা বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে হয়ে সংবাদ পাঠ করবেন।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Mar 6, 2021, 02:05 PM IST
Bangladesh-এ প্রথম রূপান্তরকামী সংবাদপাঠিকা তাসনুভা আনন শিশির

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশে (Bangladesh) প্রথমবার, বেসরকারি সংবাদ মাধ্যমে নিয়োগ করা হল ১ রূপান্তরকামী সংবাদ পাঠিকাকে। নাম তানসুভা আনন শিশির। ৮ মার্চ থেকে তানসুভা বাংলাদেশ (Bangladesh)-এর ওই বেসরকারি টিভি চ্যানেলে হয়ে সংবাদ পাঠ করবেন।

জানা যাচ্ছে, তানসুভা আনন শিশির কেরিয়ার শুরু করেছিলেন একজন মডেল হিসাবে। পরবর্তীকালে তিনি অভিনয় দুনিয়াতেও কাজ করেন। এবছরই তিনি দুটো ছবির জন্য সই করেছেন। যার মধ্যে একটি ছবিতে তানসুভাকে মহিলা ফুটবল কোচ হিসাবে দেখা যাবে। এর আগে তানসুভা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীন জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ-এ আরও একজন রূপান্তরকামী মহিলার সঙ্গে কাজ করেছেন। যে কারণে তাঁরা মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উপর স্কলারশিপও পান। 

তানসুভা আনন এবিষয়ে জানিয়েছেন, ''আমাকে দেখে আমাদের অন্যান্য বোনেরাও উৎসাহিত হবেন। রূপান্তরকামী নারীদের নিয়ে মানুষের যে বদ্ধমূল ধারণা আছে সেটিরও পরিবর্তন হবে। একথা ভেবেই আমার ভালো লাগছে।'' 

.