জার্মানির মিউনিখে জঙ্গি হানা
ঢাকা ও প্যারিসের পর এবার জার্মানির মিউনিখ। জঙ্গিহানায় ফের রক্তাক্ত হল বিশ্বের একটি গুরুত্বপূর্ণ শহর। মিউনিখের মুশাখ জেলার অলিম্পিয়া শপিং মলে জঙ্গিদের এলোপাথারি গুলিতে অন্তত পনেরো জনের মৃত্যুর খবর মিলেছে।
ওয়েব ডেস্ক: ঢাকা ও প্যারিসের পর এবার জার্মানির মিউনিখ। জঙ্গিহানায় ফের রক্তাক্ত হল বিশ্বের একটি গুরুত্বপূর্ণ শহর। মিউনিখের মুশাখ জেলার অলিম্পিয়া শপিং মলে জঙ্গিদের এলোপাথারি গুলিতে অন্তত পনেরো জনের মৃত্যুর খবর মিলেছে।
আহত হয়েছেন বহু মানুষ। শপিং মলটি ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা। মলের ভিতরে একের বেশি জঙ্গি রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও পণবন্দির কোনও খবর নেই।
সোমবার বাভারিয়ায় একটি ট্রেনে ছুরি হাতে এক আততাতীর হামলার পরেই সতর্ক ছিল প্রশাসন। যদিও প্রাণহানি ঠেকানো যায়নি।
আমেরিকা-রাশিয়ার সাঁড়াশি আক্রমণে দিশাহারা ISIS
এখনও পর্যন্ত কোনও দঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে বিশ্ব জুড়ে সাম্প্রতিক সন্ত্রাসের আবহে সব থেকে বেশি সন্দেহ করা হচ্ছে ISIS কেই।