লন্ডন হামলার কায়দাতেই হামলার ছক বেলজিয়ামের এন্টওয়ার্পে
লন্ডন হামলার রেশ কাটতে না কাটতেই একই কায়দায় হামলার ছক বেলজিয়ামের এন্টওয়ার্পে। এখানেও আততায়ী অস্ত্র করেছিল গাড়িকে। জানা গিয়েছে, ব্যস্ত রাস্তায় পথচারীদের দিকে হঠাতই ধেয়ে যায় গাড়িটি। কোনও ক্রমে সেই গাড়ির হাত থেকে প্রাণে বাঁচেন পথচারীরা। চালকসহ গাড়িটিকে ধরে ফেলা হয়। এই গাড়ি থেকেও একটি ছুরি উদ্ধার হয়েছে। ধৃতের নাম মহম্মদ R। উনচল্লিশ বছরের এই ব্যক্তি ফরাসি নাগরিক। তবে সে উত্তর আফ্রিকার বংশদ্ভূত। ঘটনার পর থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা। ঠিক একবছর আগে হামলা হয়েছিল ব্রাসেলসের বিমান বন্দরে।
ওয়েব ডেস্ক: লন্ডন হামলার রেশ কাটতে না কাটতেই একই কায়দায় হামলার ছক বেলজিয়ামের এন্টওয়ার্পে। এখানেও আততায়ী অস্ত্র করেছিল গাড়িকে। জানা গিয়েছে, ব্যস্ত রাস্তায় পথচারীদের দিকে হঠাতই ধেয়ে যায় গাড়িটি। কোনও ক্রমে সেই গাড়ির হাত থেকে প্রাণে বাঁচেন পথচারীরা। চালকসহ গাড়িটিকে ধরে ফেলা হয়। এই গাড়ি থেকেও একটি ছুরি উদ্ধার হয়েছে। ধৃতের নাম মহম্মদ R। উনচল্লিশ বছরের এই ব্যক্তি ফরাসি নাগরিক। তবে সে উত্তর আফ্রিকার বংশদ্ভূত। ঘটনার পর থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা। ঠিক একবছর আগে হামলা হয়েছিল ব্রাসেলসের বিমান বন্দরে।
আরও পড়ুন অস্বস্তি বাড়ল প্রাক্তন ইডি অফিসার মনোজ কুমারের, তোলাবাজির মামলায় তাঁকে তলব পুলিসের
আরও পড়ুন কোহলির ফিটনেস নিয়ে ধোঁয়াশা, ধরমশালায় কামব্যাক হচ্ছে না সামির