মার্কিন বিমানে বিস্ফোরণের চেষ্টা, দায়স্বীকার জঙ্গির
দুহাজার নয় সালে বড়দিনে ডেট্রয়টে মার্কিন বিমান উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল এক নাইজেরিয় যুবক।
দুহাজার নয় সালে বড়দিনে ডেট্রয়টে মার্কিন বিমান উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল এক নাইজেরিয় যুবক। চব্বিশ বছর বয়সি ওমর ফারুক আব্দুল মুতাল্লব আদালতে সন্ত্রাস ও নির্বিচারে হত্যার অভিযোগ স্বীকার করেছে। অ্যামস্টারডাম থেকে ডেট্রয়েটগামী ওই বিমানে তিনশোজন যাত্রী ছিলেন। আব্দুলমুতাল্লবও ওই বিমানে ছিল। পোশাকের মধ্যে বিস্ফোরক লুকিয়ে রেখেছিল সে। বিমান অবতরণের সময় বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় আব্দুলমুতাল্লব। গুরুতর আহত অবস্থায় তাকে বিমান থেকে গ্রেফতার করা হয়েছিল। ইয়েমেনের আল কায়দা নেতা আনওয়ার অল আউলাখির সঙ্গে আব্দুলমুতাল্লবের যোগাযোগ ছিল বলে দাবি মার্কিন গোয়েন্দাদের। সম্প্রতি মার্কিন ড্রোন হানায় মৃত্যু হয়েছে আউলাখির। আইনজীবীদের মতে আব্দুলমুতাল্লবের যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনাই প্রবল। সেক্ষেত্রে তাকে বাকি জীবনটা জেলেই কাটাতে হবে।