সরাসরি সূর্যের দিকে চেয়ে থেকে ওজন কমাতে নেমেছেন চিনের মহিলারা

ওজন কমানোর নতুন উপায় বের করল চিন। সরাসরি সূর্যের দিকে একটানা আধ ঘণ্টা তাকালে নাকি ওজন কমবে। পরিভাষায় যাকে বলা হচ্ছে 'সূর্য খাওয়া'। সূর্যালোক সরাসরি গায়ে এসে পড়লে নাকি খিদে কমবে, দৃষ্টিশক্তি বাড়বে, ঘুম ভাল হবে। এই বিশ্বাসে গা ভাসিয়ে চিনের মহিলারা একেবারে টানা ৪৫ মিনিট ঠায় রোদে দাঁড়িয়ে থাকছেন। কারণ একটাই ওজন কমানো। সাংহাই থেকে হংকং, চিনের বিভিন্ন জায়গায় এখন চেনা দৃশ্য। কোথাও ছাতা হাতে, কোথাও আবার মুখে মাস্ক লাগিয়ে সূর্যের দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন মহিলারা।  

Partha Pratim Chandra | Updated By: Sep 7, 2015, 04:23 PM IST
সরাসরি সূর্যের দিকে চেয়ে থেকে ওজন কমাতে নেমেছেন চিনের মহিলারা

ওয়েব ডেস্ক: ওজন কমানোর নতুন উপায় বের করল চিন। সরাসরি সূর্যের দিকে একটানা আধ ঘণ্টা তাকালে নাকি ওজন কমবে। পরিভাষায় যাকে বলা হচ্ছে 'সূর্য খাওয়া'। সূর্যালোক সরাসরি গায়ে এসে পড়লে নাকি খিদে কমবে, দৃষ্টিশক্তি বাড়বে, ঘুম ভাল হবে। এই বিশ্বাসে গা ভাসিয়ে চিনের মহিলারা একেবারে টানা ৪৫ মিনিট ঠায় রোদে দাঁড়িয়ে থাকছেন। কারণ একটাই ওজন কমানো। সাংহাই থেকে হংকং, চিনের বিভিন্ন জায়গায় এখন চেনা দৃশ্য। কোথাও ছাতা হাতে, কোথাও আবার মুখে মাস্ক লাগিয়ে সূর্যের দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন মহিলারা।  

ওজন কমানোর এই উপায়কে বলা হচ্ছে  'sun gazing' or 'sun eating' নামে।

অবশ্য সেই উপায়কে অন্ধ বিশ্বাস বলে উড়িয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন, সূর্যের দিকে চেয়ে ওজন কমানো যায় এই দাবি একেবারে ভিত্তিহীন। বরং উল্টে এতে ক্ষতির কথাই বলছেন চিনের ডাক্তাররা। একটানা এভাবে সূর্যের দিকে চেয়ে থাকলে ত্বকের বিভিন্ন রোগের আশঙ্কার কথা বলছেন তাঁরা।

তবে এসবে কান দিচ্ছেন না চিনের মহিলারা। সূর্য খেয়ে বা 'sun eating' করে তারা ফল পাচ্ছেন বলে জানিয়েছেন। 

.