যুদ্ধ হলে তার চরম মূল্য চোকাতে হবে ভারতকেই: পাক সেনা প্রধান

Updated By: Sep 7, 2015, 03:26 PM IST
 যুদ্ধ হলে তার চরম মূল্য চোকাতে হবে ভারতকেই: পাক সেনা প্রধান

ওয়েব ডেস্ক: ভারতকে সরাসরি হুমকি দিলেন পাকিস্তানি সেনা প্রধান জেনেরাল রাহীল শরিফ। জানালেন যে কোনও ধরণের আক্রমণের জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের আছে। পাকিস্তানের একজনেরও প্রাণহানি হলে ভারতকে তার মূল্য চোকাতে হবে। 

''পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনও ধরণের আভ্যন্তরীণ এবং বাহ্যিক হুমকির মোকাবিলা করতে সক্ষম। হতে পারে এটি প্রচলিত বা অপ্রচলিত, হতে পারে ঠাণ্ডা বা শীতল সুরুয়াত। আমরা প্রস্তুত।'' পাকিস্তানের প্রতিরক্ষা দিবসে জেনেরাল শরিফের এই মন্তব্য উদ্ধৃত করেছে সে দেশের প্রথমসারির দৈনিক ডন। পাকিস্তানে ১৯৬৫ সালে ভারতের সঙ্গে যুদ্ধের সূবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে এই বছর। 

''যদি শত্রুপক্ষ একটিও প্রাণহানির কারণ হয় তাহলে তার আয়তন বা ক্ষমতাকে পরোয়া করব না। তাদের এর ভারী মূল্য চোকাতেই হবে।'' মন্তব্য পাক সেনা প্রধানের। 

কিছুদিন আগেই ভারতীয় সেনা প্রধান জেনেরাল দলবির সিং সুহাগ জানিয়ে ছিলেন ভবিষ্যত যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনা বাহিনী। 

পাকিস্তানের প্রতিরক্ষা দিবসে সে কথারই প্রত্যুত্তর দিলেন পাক সেনা প্রধান। ধারণা ওয়াকিবহল মহলের। 

পাক সেনা প্রধান জানিয়েছেন অনেক চড়াই-উতরাই পেরিয়ে আসা আজকের পাকিস্তান আগের থেকে অনেক বেশি শক্তিশালী। 

তাঁর মতে দেশভাগের পর থেকে এখনও পর্যন্ত কাশ্মীর সমস্যার কোনও সমাধানই হয়নি। 

''রাষ্ট্রপুঞ্জের সংকল্প এবং কাশ্মীরের আমজানতার ইচ্ছার মর্যাদা না দিয়ে উপত্যকায় শান্তি ফিরতে পারে না।'' মন্তব্য শরিফের। 

.