লন্ডন হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার

লন্ডন হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। আততায়ীর ছুরির আঘাতেই জখম হন পুলিস কর্মী কিথ পামারের। ঘটনাস্থলেই মৃত্যু হয় কলেজ শিক্ষিকা আইশা ফ্রেডের। কুর্ট কোচরান নামে এক মার্কিন পর্যটকেরও বুধবারই মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার হাসপাতালে মৃত্যু হল পঁচাত্তর বছরের এক বৃদ্ধের।

Updated By: Mar 24, 2017, 08:57 AM IST
লন্ডন হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার

ওয়েব ডেস্ক: লন্ডন হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। আততায়ীর ছুরির আঘাতেই জখম হন পুলিস কর্মী কিথ পামারের। ঘটনাস্থলেই মৃত্যু হয় কলেজ শিক্ষিকা আইশা ফ্রেডের। কুর্ট কোচরান নামে এক মার্কিন পর্যটকেরও বুধবারই মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার হাসপাতালে মৃত্যু হল পঁচাত্তর বছরের এক বৃদ্ধের।

ঘটনার পর থেকে লন্ডন ও বার্মিংহাম সহ বিভিন্ন জায়গায় তল্লাসি চালায় পুলিস। তিন মহিলাসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পূর্ব লন্ডন থেকে গ্রেফতার হয়েছেন এক মহিলা। বাকিদের বার্মিংহামের তিনটি আলাদা জায়গা থেকে গ্রেফতার করেছে পুলিস। বুধবারের হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশে ট্রাফালগার স্কোয়ারে শ্রদ্ধা জানান অগুনতি মানুষ।

ধোনি জমানার অবলুপ্তির ফল পেতে শুরু করলেন সুরেশ রায়না!

লন্ডন হামলার আততায়ীর পরিচয় প্রকাশ করল পুলিস

.