দলীয় ভোটে হার অ্যাবোটের, অস্ট্রেলিয়ায় ফের নতুন প্রধানমন্ত্রী

নিজের দলের সদস্যদের ভোটে হেরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পদ খোয়াতে হল টনি অ্যাবোটকে। সেই সঙ্গে আট বছরের মধ্যে পঞ্চম প্রধানমন্ত্রী পেল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী এখন ম্যালকম টার্নবুল।

Updated By: Sep 14, 2015, 05:58 PM IST
দলীয় ভোটে হার অ্যাবোটের, অস্ট্রেলিয়ায় ফের নতুন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক: নিজের দলের সদস্যদের ভোটে হেরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পদ খোয়াতে হল টনি অ্যাবোটকে। সেই সঙ্গে আট বছরের মধ্যে পঞ্চম প্রধানমন্ত্রী পেল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী এখন ম্যালকম টার্নবুল।

বেশ কিছু ইস্যু নিয়ে দেশে অ্যাবোটের জনপ্রিয়তা কমছিল। এরপরই অস্ট্রেলিয়ার শাসক দল লিবারল পার্টি ঠিক করে গোপন ভোটে ঠিক হবে প্রধানমন্ত্রী কে হবেন। সেই গোপন ভোটে অ্যাবোটকে ৫৪-৪৪ ভোটে হারিয়ে দেশের সিংহাসনে বসছেন কোটিপতি ব্যবসায়ী তথা প্রাক্তন ব্যাঙ্কার ম্যালকম।

২০১৩ নির্বাচন থেকেই লিবারল পার্টিকে ছাপিয়ে প্রধান বিরোধী দল ন্যাশনাল পার্টি এগিয়ে যেতে থাকে। দ্রুত জনপ্রিয়তা হারাতে থাকেন অ্যাবোট। তাই ভোটের আগে ম্যালকমকে নিয়ে লেবার পার্টির ভাবমূর্তি উজ্জ্বলের চেষ্টায় নামলেন দলীয় সদস্যরা।

.