বিশ্বের সেরা ৩ খবর একনজরে

একদা অনেক অভিযানের অঙ্গ ছিল। এবার বিশ্রামের পালা। তাই নাসা ফুয়েল ট্যাঙ্ককে নিয়ে যাওয়া হচ্ছে আমেরিকার লস এঞ্জলেসর সাইন্স সেন্টারে। রাখা থাকবে মহাকাশযান এন্ডেভারের পাশে। ১৫৪ ফিট লম্বা, কমলা রঙের এই জ্বালানী ট্যাঙ্কের যাত্রাকে নাম দেওয়া হয়েছে ET কামস হোম।

Updated By: May 22, 2016, 03:58 PM IST
বিশ্বের সেরা ৩ খবর একনজরে

ওয়েব ডেস্ক: একদা অনেক অভিযানের অঙ্গ ছিল। এবার বিশ্রামের পালা। তাই নাসা ফুয়েল ট্যাঙ্ককে নিয়ে যাওয়া হচ্ছে আমেরিকার লস এঞ্জলেসর সাইন্স সেন্টারে। রাখা থাকবে মহাকাশযান এন্ডেভারের পাশে। ১৫৪ ফিট লম্বা, কমলা রঙের এই জ্বালানী ট্যাঙ্কের যাত্রাকে নাম দেওয়া হয়েছে ET কামস হোম।

 

ফের উত্তরাখণ্ডে বিধ্বংসী দাবানল। আগুনের কবলে পাউরি জেলার বিস্তীর্ণ বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে যুদ্ধকালীন তত্‍পরতায় কাজ করছেন দমকল কর্মীরা। ধোঁয়ার পরিবেশ দূষণের পাশাপাশি এলাকার তাপমাত্রাও ক্রমশ বাড়ছে।

 

বুদ্ধ জয়ন্তী উপলক্ষে ধর্মশালার একটি বৌধ্য মন্দিরে বিশেষ প্রার্থনা করলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। বৌধ সন্ন্যাসী এবং ভক্তদের প্রসাদ বিতরণ করেন। এরপর ধর্মশালা থেকে লাদাখ পর্যন্ত একটি শান্তি মিছিলেরও সূচনা করেন দলাই লামা।

.