দক্ষিণ পোল্যান্ডে ট্রেনের সংঘর্ষে মৃত ১৪, আহত কমপক্ষে ৬০
দক্ষিণ পোল্যান্ডে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। পুলিস জানিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ৬০জন আহত হয়েছন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণ পোল্যান্ডে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। পুলিস জানিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ৬০জন আহত হয়েছন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, শনিবার স্থানীয় সময় রাত ৯`টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুটি ট্রেনের একটি, রাজধানী ওয়ারশ থেকে যাচ্ছিল দক্ষিণ পোল্যান্ডের কারকো শহরে। অন্য ট্রেনটি প্রেজমিসেল থেকে যাচ্ছিল ওয়ারশ। সংঘর্ষের পরই দু`টি ট্রেনের প্রথম কয়েকটি কামরায় আগুন ধরে যায়। রাতেই ঘটনাস্থলে যান পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, পরিবহণমন্ত্রী স্লাওমির নোয়াক।