এবার সন্ত্রাসের নিশানায় আফ্রিকা, লেক চাদ দ্বীপপুঞ্জে আত্মঘাতী হামলা

এবার সন্ত্রাসের নিশানায় আফ্রিকা।  লেক চাদ দ্বীপপুঞ্জে পরপর তিনটি আত্মঘাতী হামলা। অন্তত ২৭ জনের মৃত্যু। জখম ৮০। লউলউ ফউয়ের সাপ্তাহিক বাজারে তিনটি জায়গায় বিস্ফোরণ। ভিড়ের মধ্যে নিজেদের উড়িয়ে দেয় তিন আত্মঘাতী জঙ্গি। নাশকতার পিছনে বোকো হারামের হাত রয়েছে বলে সন্দেহ। এখনও দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী।

Updated By: Dec 6, 2015, 11:42 AM IST
এবার সন্ত্রাসের নিশানায় আফ্রিকা, লেক চাদ দ্বীপপুঞ্জে আত্মঘাতী হামলা

ওয়েব ডেস্ক: এবার সন্ত্রাসের নিশানায় আফ্রিকা।  লেক চাদ দ্বীপপুঞ্জে পরপর তিনটি আত্মঘাতী হামলা। অন্তত ২৭ জনের মৃত্যু। জখম ৮০। লউলউ ফউয়ের সাপ্তাহিক বাজারে তিনটি জায়গায় বিস্ফোরণ। ভিড়ের মধ্যে নিজেদের উড়িয়ে দেয় তিন আত্মঘাতী জঙ্গি। নাশকতার পিছনে বোকো হারামের হাত রয়েছে বলে সন্দেহ। এখনও দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী।

এদিকে, লন্ডনে টিউব রেলস্টেশনে ছুরি নিয়ে হামলার ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে দাবি স্কটল্যান্ড ইয়ার্ডের। তার ভিত্তিতেই তদন্ত শুরু। গতকাল সন্ধেয় পূর্ব লন্ডনের লেইটনস্টোন স্টেশনে ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। এলোপাথাড়ি ছুরির কোপে তিনজন জখন হন। গোয়েন্দাদের দাবি, একজনকে কোপানোর পর অন্যদেরও খুনের হুমকি দিচ্ছিল হামলাকারী। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।

.