নেশা শিখরে পৌঁছান, উচ্চতার টানে জীবনের ঝুঁকি নেয়ে বিশ্বের দ্বিতীয় উচ্চত্তম সাংহাই টাওয়ার জয় দুই রাশিয়ান যুবকের

সুযোগ পেলেই বিশ্বের যে একটাই লক্ষ্য শিখরে পৌছন। সেই উচ্চতার টানেই বার বার জীবনের ঝুঁকি নিয়ে উঠে পড়েন দুই রাশিয়ান যুবক।

Updated By: Feb 15, 2014, 07:52 PM IST

সুযোগ পেলেই বিশ্বের যে একটাই লক্ষ্য শিখরে পৌছন। সেই উচ্চতার টানেই বার বার জীবনের ঝুঁকি নিয়ে উঠে পড়েন দুই রাশিয়ান যুবক।

ভাডিম মাখোরভ আর ভিটালি রাসকালভ। বিশ্বের দ্বিতীয় উচ্চত্তম সাংহাই টাওয়ারে তাদের নজর অনেকদিন ধরেই ছিল।
ধৈর্য ধরে ছিলেন চিনের নতুন চান্দ্র বছরের ছুটির জন্য। সেসময় নির্মান কর্মীদের না থাকার সুযোগে ৬৩২ মিটার উঁচু টাওয়ারটিতে উঠতে শুরু করেন দুজনে। মাথায় হেলমেট ছিল না। কিন্তু ক্যামেরা লাগানো ছিল। তাতেই বোঝা গেল পদে পদে জীবনের ঝুঁকিটা।

এর আগে মিশরের গিজার বিশাল মিরামিডের মাথায় উঠে পড়েছিলেন এই দুই রাশিয়ান দামাল। পিরামিডকে অবমাননার অভিযোগ ওঠায় অবশ্য পরে ক্ষমাও চাইতে হয়েছিল।

তবে প্রতিবারের মতো এবারও সব বাধা পেরিয়ে শিখরে পৌছন দুজনে। তখন তাদের অনেক নীচে সাংহাই টাওয়ারের পাশে থাকা চারশো মিটারেরও বেশি উচ্চতার অন্য দুটি টাওয়ার।

উঁচু জায়গায় উঠে পড়েন দুজনে। বেয়ে ওঠার চ্যালেঞ্জে নিতে হেলমেটের মতো সামান্য কোনও সুরক্ষারও ধার ধারেন না। রাশিয়ান ওই দুই যুবক এবারে উঠলেন বিশ্বের দ্বিতীয় উচ্চত্তম সাংহাই টাওয়ারে। মাথায় লাগানো ক্যামেরার ভিডিও ফুটেজ থেকেই বেয়ে ওঠার ঝুঁকির আঁচটা পাওয়া গেল।

.