ইউক্রেনের পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ, ক্রিমিয়া নিয়ে কিয়েভের উপর চাপ বাড়াল রাশিয়া

ইউক্রেনের পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ। ক্রিমিয়া নিয়ে কিয়েভের ওপর চাপ আরও বাড়িয়েছে রাশিয়া। মস্কোর এই আচরণে ক্রিমিয়ায় কার্যত যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী।

Updated By: Mar 11, 2014, 11:05 AM IST

ইউক্রেনের পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ। ক্রিমিয়া নিয়ে কিয়েভের ওপর চাপ আরও বাড়িয়েছে রাশিয়া। মস্কোর এই আচরণে ক্রিমিয়ায় কার্যত যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী।

পাল্টা বিবৃতি জারি করে রাশিয়ার বিদেশমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাংশে আইনের শাসন বলতে কিছুই ছিল না। তাই হস্তক্ষেপ করতে হয়েছে তাঁদের। ক্রিমিয়া উপদ্বীপে গণভোটের দাবি জানিয়েছে রাশিয়া। অন্যদিকে, আমেরিকা জানিয়ে দিয়েছে, গণভোটের চেষ্টা করা হলে তা হবে আন্তর্জাতিক আইনের পরিপন্থী। গণভোট কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট করে দিয়েছে ওয়াশিংটন। আগামিকালই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলছেন, শীতযুদ্ধের পরবর্তী সময়ে ইউরোপে এত বড় সামরিক সঙ্কট আর হয়নি।

.