Bangladesh: বদলের বাংলাদেশে বাড়ছে বেকারত্ব! তিনমাসেই কর্মহীন...
Bangladesh: ১৯তম আইসিএলএস (পরিসংখ্যানবিদদের আন্তর্জাতিক সম্মেলন) অনুযায়ী বেকারদের এই তালিকা করেছে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)। এই প্রথম।
সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে বাড়ছে বেকারত্ব! গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নারী-পুরুষ নির্বিশেষে কর্মহীন ছিলেন ২৬ লাখ ৬০ হাজার মানুষ। পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপের রিপোর্টে মিলল তথ্য।
আরও পড়ুন: Sheikh Hasina: বাংলাদেশে ফিরতেই হচ্ছে এবার! হাসিনা-সহ ১১ জনের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা
রিপোর্টে উল্লেখ, তাঁরা মূলত এই বেকার জনগোষ্ঠীভুক্ত, যাঁরা সমীক্ষার আগের সাতদিনে ১ ঘণ্টা কোনও কাজ করেননি কিংবা কাজ করার জন্য প্রস্তুত ছিলেন। আবার তাঁরাও বেকার, যাঁরা সমীক্ষার পরের ২ সপ্তাহ কাজের জন্য প্রস্তুত ছিলেন। এমনকী, যাঁরা গত ৩০ দিনে বেতন, মজুরি বা মুনাফার জন্য কাজ খুঁজছেন, তাঁরা বেকার বলেই বিবেচিত হন।
১৯তম আইসিএলএস (পরিসংখ্যানবিদদের আন্তর্জাতিক সম্মেলন) অনুযায়ী বেকারদের এই তালিকা করেছে বিবিএস। এই পদ্ধতিতে যাঁরা কোনও উত্পাদনমূলক কাজের সঙ্গে যুক্ত নন বা বাজারে পণ্য বা পরিষেবা বিক্রি করেন না, তাঁরাই কর্মহীন বা বেকার। এবছর প্রথম এই পরিসংখ্যান প্রকাশ করল বিবিএস।
বিবিএসের ত্রৈমাসিক সমীক্ষা বলছে, গত বছরের সেপ্টেম্বর মাস শেষে বাংলাদেশের শ্রমশক্তি ছিল ৭ কোটি ৬ লাখ নারী-পুরুষ। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার আর ২ কোটি ২৫ লাখ ৭০ হাজার নারী। যাঁদের মধ্য়ে কর্মহীন ছিলেন ১৭ লাখ ৯০ হাজার পুরুষ আর ৮ লাখ ৭০ হাজার নারী। বাংলাদেশে প্রতিবছর কমপক্ষে ২০ লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করেন। তাদের মধ্যে ১৩-১৪ লাখ মানুষের দেশেই কাজ পেয়ে যান। কাজের সন্ধানে দেশ ছাড়তে হয় বাকীদের। ফলে দুই দশক ধরে বেকারের সংখ্যা মোটামুটি ২৪-২৮ লাখের মধ্যেই রয়েছে।
আরও পড়ুন: Air Pollution: সাবধান! বিশ্বের দূষিততম বায়ু বইছে এই শহরের বুকে! তালিকায় আর কোন কোন শহর?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)