অকুপাই আন্দোলনে উত্তাল হল ইতালিও

অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন ঝুকোটি পার্কের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেল টাইমস স্কোয়ারে। একই সঙ্গে আরও স্ফীতকায় হয়েছে আন্দোলন।

Updated By: Oct 16, 2011, 02:43 PM IST

অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন ঝুকোটি পার্কের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেল টাইমস স্কোয়ারে।
একই সঙ্গে আরও স্ফীতকায় হয়েছে আন্দোলন। ইতিমধ্যেই অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন আছড়ে পড়েছে ইতালিতেও। রোমে আন্দোলনের সময় পুলিসের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে সত্তরজন। ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনি জানিয়েছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কোয়ার থেকে চব্বিশজন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিস। স্থানীয় একটি বেসরকারি ব্যাঙ্কে আন্দোলনকারীরা জোর করে ঢুকে পড়ছিলেন বলে অভিযোগ। সেসময় পুলিসকে খবর দেওয়া হয়। ঘোড়সওয়ার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেসময় একজন মহিলা আহত হয়েছেন। অত্যধিক মুনাফার লোভে বেসরকারি সংস্থাগুলিকে ইচ্ছাকৃতভাবে সঙ্কটের মুখে ঠেলে দেওয়া হয়েছে। আর সংস্থার উচ্চপদাধিকারীদের সেই ভুলের কারণেই প্রতিনিয়ত কাজ হারাচ্ছেন বহু মানুষ। এই অভিযোগকে সামনে রেখেই গত চার সপ্তাহের বেশি সময় ধরে অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনে সামিল হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষাধিক মানুষ। দেশের চোদ্দশোটি শহরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আন্দোলনের ঢেউ। এবার তার আঁচ লাগল ইতালিতেও।

.