১৬৫ বছরে সবচেয়ে বড় ঝড়ে বিধ্বস্ত পানামা, মৃত ৩
এত বড় ঝড় এর আগে দেখেনি মধ্য আমেরিকার সুন্দর দেশ পানামা। যবে থেকে ঝড়ের গতির রেকর্ড রাখা হচ্ছে, সেই ১৮৫১ সালের পর এত বড় ঝড় পানামায় এই প্রথম। ঝড়ের নাম, হ্যারিকেন ওট্টো। ক্যাটাগরি ওয়ান প্রকৃতির এই হ্য়ারিকেনে পানামা পুরো লন্ডভন্ড বললেও কম বলা হবে এই ওট্টোর দাপটে।
ওয়েব ডেস্ক: এত বড় ঝড় এর আগে দেখেনি মধ্য আমেরিকার সুন্দর দেশ পানামা। যবে থেকে ঝড়ের গতির রেকর্ড রাখা হচ্ছে, সেই ১৮৫১ সালের পর এত বড় ঝড় পানামায় এই প্রথম। ঝড়ের নাম, হ্যারিকেন ওট্টো। ক্যাটাগরি ওয়ান প্রকৃতির এই হ্য়ারিকেনে পানামা পুরো লন্ডভন্ড বললেও কম বলা হবে এই ওট্টোর দাপটে।
আরও পড়ুন- ২৭ ঘণ্টার সফল অস্ত্রপচারে নিজের নিজের শরীর পেল ১৪ মাসের যমজ
এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে এক ছোট শিশু গায়ে গাছ পড়ে মারা যায়। আর একটি মৃতদেহ উদ্ধার হয় গাছের ওপর থেকে। এবার এই হ্যারিকেন কোস্টারিকায় আছড়ে পড়তে চলেছে। ইতিমধ্যেই কোস্টারিকায় উপকূলবর্তী অঞ্চল থেকে ৪ হাজার মানুষকে যুদ্ধকালীন তত্পরতায় সরিয়ে ফেলা হয়েছে।
আরও পড়ুন- ছাগলের সঙ্গে বাঁদরের বন্ধুত্ব