মার্কিন বোমারু বিমান হানায় মৃত আইসিস-এর সেকেন্ড ইন কমান্ড, দাবি হোয়াইট হাউসের

উত্তর ইরাকে মার্কিনি বোমারু বিমান হানায় প্রাণ হারালেন আইসিস এর সেকন্ড ইন কমান্ড। শুক্রবার হোয়াইট হাউস সূত্রে এই খবর জানানো হয়েছে।

Updated By: Aug 22, 2015, 07:07 PM IST
মার্কিন বোমারু বিমান হানায় মৃত আইসিস-এর সেকেন্ড ইন কমান্ড, দাবি হোয়াইট হাউসের

ওয়েব ডেস্ক: উত্তর ইরাকে মার্কিনি বোমারু বিমান হানায় প্রাণ হারালেন আইসিস এর সেকন্ড ইন কমান্ড। শুক্রবার হোয়াইট হাউস সূত্রে এই খবর জানানো হয়েছে।

ন্যাশনল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে মৃত জঙ্গির নাম ফাধিল আহমেদ আল-হায়ালি। হাজি মুতাজ নামেও তিনি পরিচিত।

তবে এর আগেও আর একবার কিন্তু ওবামা সরকার হায়ালির মৃত্যুর কথা ঘোষণা করেছিল।

গত ডিসেম্বরে, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক সাংবাদিকদের জানিয়ে ছিলেন বোমারু বিমান হানায় আইসিস-এর বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় নেতার সঙ্গেই প্রাণ হারিয়েছেন হায়ালি। তবে তখন হায়ালির অপর একটি ছদ্মনাম, আবু মুসলিম আল-তুকরামি ব্যবহার করা হয়েছিল।

তবে এ খেপে হোয়াইট হাউসের দাবি, মারাই গেছেন হায়ালি।

ইরাক ও সিরিয়ার মধ্যে অস্ত্র, বিস্ফোরক, গাড়ি এমন কী মানুষেরও চালান হয়েছে এই হায়ালির নেতৃত্বেই।

আইসিস-এর সঙ্গে যুক্ত হওয়ার আগে আল কায়দার ইরাকি শাখার সক্রিয় সদস্য ছিলেন হায়ালি। অনেকের দাবি, সাদ্দাম হুসেন জমানায় তিনি নাকি সরকারি আধিকারিক ছিলেন।

 

 

.