মার্কিন ড্রোন হামলায় খতম ৭ আইএস জঙ্গি

কুনার প্রদেশের প্রতিরক্ষা প্রধান জামান আয়ার জানাচ্ছেন, এই এলাকায় আইএস ছাড়াও তালিবান জঙ্গি সংগঠনও সক্রিয় রয়েছে। মার্কিন হামলার ঘটনা এ দিন প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টা আগেই আইএস জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় আফগানিস্তান সেনা

Updated By: Feb 18, 2018, 06:42 PM IST
মার্কিন ড্রোন হামলায় খতম ৭ আইএস জঙ্গি

নিজস্ব প্রতিবেদন: মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানে খতম ৭ আইএস জঙ্গি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, উত্তর-পূর্ব আফগানিস্তানে কুনার প্রদেশে আইএস জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় মার্কিন ড্রোন। স্থানীয় নিরাপত্তা অফিসার জানাচ্ছে, কুনার প্রদেশে চাপারা দারা জেলায় বিধ্বংসী হামলা চালায় মার্কিন সেনাবাহিনী।

আরও পড়ুন- ট্রুডো নাকি ফিদেলের ছেলে! গুজবে সরগরম সোশ্যাল মিডিয়া

কুনার প্রদেশের প্রতিরক্ষা প্রধান জামান আয়ার জানাচ্ছেন, এই এলাকায় আইএস ছাড়াও তালিবান জঙ্গি সংগঠনও সক্রিয় রয়েছে। মার্কিন হামলার ঘটনা এ দিন প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টা আগেই আইএস জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় আফগানিস্তান সেনা। এতে হত হয় এক জঙ্গি।

আরও পড়ুন- ভয়াবহ বিমান দুর্ঘটনা ইরানে, হত ৬৬

উল্লেখ্য গত সপ্তাহে পূর্ব আফগানিস্তানে অচিন জেলায় বিমান হানায় দুই আইএস জঙ্গির মৃত্যু হয়। গত মাসে নানগরহর  প্রদেশেও বড়সড় হামলা চালায় আফগান সেনারা। এই হানায় খতম হয় কম পক্ষে ১১ জঙ্গি।

.