ভিডিও কল না কেটেই ছাত্রের পরিবারকে বর্ণবৈষম্যমূলক আক্রমণ শিক্ষিকার
ঘটনার তীব্র নিন্দা সব মহলে
নিজস্ব প্রতিবেদন: ভিডিও কলে পড়াশোনার পর ফোন কাটতে ভুলে গেলেন শিক্ষিকা। এদিকে ছাত্রের পরিবারকে নিয়ে দেদার সমালোচনা করে গেলেন। আর গোটাটাই শুনে অবাক ছাত্রের পরিবার। জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার (California) ঐ শ্বেতাঙ্গ বিজ্ঞান শিক্ষিকা জুম কল না কেটে অজান্তেই কৃষ্ণাঙ্গ ছাত্রের পরিবারকে নিয়ে বর্ণবিদ্বেষমূলক (Racism) সমালোচনা করেন। ছাত্রের অভিভাবক সম্পর্কেও নিন্দা করতে ছাড়েননি। আর এরপরই মাথা চাড়া দিয়েছে বিতর্ক।
আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালি খাবার বানিয়ে বাজিমাত মা-মেয়ের, মাসে ২ লাখ আয়
৩০ মিনিটের একটি ভিডিও রেকর্ড করেছেন ছাত্রের মা যেখানে তাঁর পরিবারকে অজান্তে যা নয় তাই বলেছেন ঐ শিক্ষিকা (Teacher)। এই ভিডিও নিয়ে স্কুলে যোগাযোগ করা হলে তাঁরা ঐ শিক্ষিকাকে সাসপেন্ড করেন। পরে অবশ্য ঐ শিক্ষিকা নিজেই পদ ছেড়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: এবছর গরমে ঘামাচির থেকে মুক্তি পেতে আগে থেকেই মেনে চলুন এই নিয়মগুলি
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১২ বছরের এক নাবালক অনলাইন পঠনপাঠনের জন্য শিক্ষিকার কাছে সাহায্য চেয়েছিলেন। কিন্তু খোদ বিজ্ঞান শিক্ষিকার মুখে বর্ণবৈষম্যের কথা শুনে স্তম্ভিত গোটা পরিবার। ঘটনার তীব্র নিন্দা করেছেন নেটিজেনরাও।