মার্কিন যুক্তরাষ্ট্রে শাটডাউনে আর্থিক সঙ্কটের আশঙ্কা ভারতেও

মার্কিন যুক্তরাষ্ট্রে শাটডাউনে আর্থিক সঙ্কটের আশঙ্কা ভারতেও। বারাক ওবামার স্বাস্থ্য পরিবেষা বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ঝগড়ায় মার্কিন কংগ্রেসে পাস হয়নি বাজেট। তাই সরকারি তহবিল থেকে ডলার খরচের উপায় নেই। অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি ছাড়া সেদেশে সমস্ত সরকারি কাজকর্ম বন্ধ। অবেতন ছুটিতে ১০ লক্ষ সরকারি কর্মচারী। মার্কিন বন্দরগুলিতে তালা পড়ে যাওয়ায় কোপ পড়তে চলেছে ভারতীয় রফতানিতেও। 

Updated By: Oct 2, 2013, 01:39 PM IST

মার্কিন যুক্তরাষ্ট্রে শাটডাউনে আর্থিক সঙ্কটের আশঙ্কা ভারতেও। বারাক ওবামার স্বাস্থ্য পরিবেষা বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ঝগড়ায় মার্কিন কংগ্রেসে পাস হয়নি বাজেট। তাই সরকারি তহবিল থেকে ডলার খরচের উপায় নেই। অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি ছাড়া সেদেশে সমস্ত সরকারি কাজকর্ম বন্ধ। অবেতন ছুটিতে ১০ লক্ষ সরকারি কর্মচারী। মার্কিন বন্দরগুলিতে তালা পড়ে যাওয়ায় কোপ পড়তে চলেছে ভারতীয় রফতানিতেও। 
ভারতের ইঞ্জিনিয়ারিং পন্যের একটা বড় অংশ রফতানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। এছাড়া মার্কিন সরকারি কর্মচারীদের বেতন বন্ধও ভারতীয় অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। কারণ ভারতীয় পন্যের উপভোক্তাদের একটা বড় অংশ মার্কিনিরাই। তাই শাটডাউন দীর্ঘস্থায়ী হলে কী হবে তা নিয়ে যথেষ্টই চিন্তিত ভারতের বণিকমহল।  

.